আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় আপুর বাসায় যাওয়া

in #pahad3 years ago

কিছুদিন আগে গিয়েছিলাম আমার বোনের বাসায় বেড়াতে। যাওয়ার সময় কিছু ফটোগ্রাফি করে আজ আমি পুরো দিনের কার্যকলাপ শেয়ার করব। আমি আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো। সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে রওনা দিলাম বোনের বাসায় যাওয়ার জন্য। বোনের বাসায় যাওয়ার আগে প্রথমে বাড়িতে রেডি হয়ে বের। আমাদের বাজার থেকে আপুর বাসার গাড়ির জন্য অপেক্ষা করলাম। তারপর তার বাড়িতে গাড়িতে উঠে রওনা দিলাম।

তার বাসায় যাওয়ার সময় একটি পাহাড়ের ভিতর দিয়ে যেতে হয়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দেখতে খুব সুন্দর। এবং উপর থেকে নিচের প্রাকৃতিক দৃশ্য গুলো যেন মনে হয় ছবিতে আঁকা। আমার খুব ভালো লেগেছে এমন পাহাড়ের ভিতর দিয়ে যাওয়ার কারণে। আমি আশা করি এ ফটোগ্রাফি গুলো আপনাদের সবার অনেক ভাল লাগবে। ছোট-বড়-মাঝারি অন্যরকম দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে শুধু তাকিয়ে ছিলাম পাহাড় দেখার জন্য। তখনই ফটোগ্রাফি গুলো করি। এগুলো করতে আমার অনেক ভালো লাগে।

আমি আশা করি এই ছবিগুলোর আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমারও অনেক ভালো লাগে এই ছবিগুলো দেখতে কারণ পাহাড় আমার খুব প্রিয় একটি জায়গা। সস্তার একটি নেয়ামত এরমধ্যে হল পাহাড়। দুধ দুধ থেকে দেখলে মনে হয় যেন চিত্র অঙ্কনের দেখতেছি। সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে খুব সুন্দর একটি সৃষ্টি হল এটি। দেখতে কার না ভালো লাগে এমন। সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে। আমি আশা করি আজকের এই পোষ্ট আপনাদের সবার কাছে অনেক ভালো। পরবর্তীতে আপুর বাসায় গিয়ে পৌছালাম।

কিছু কিছু জায়গায় দেখলাম পাহাড় গুলো কেটে। কেটে কেটে জায়গাগুলোতে বাড়িঘর দালানকোঠা উঠে যাচ্ছে। এগুলো দেখে আমার অনেক খারাপ লেগেছে কারণ আমি এরকম আশা করিনি। পাহাড় আমাদের দেশে একটি সম্পদ বিভিন্ন দুর্যোগ থেকে বাঁচাতে এটি আমাদের অনেক উপকারে আসে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 79211.13
ETH 2008.12
USDT 1.00
SBD 0.82