সাহিত্য সম্ভার !!!
ঈশ্বরের কান্না ঃ
বৃষ্টি কে কবি সাহিত্যিকরা বিভিন্ন ভাবে তুলনা করেছেন,কিন্তু আমার তুলনা হয়ত ভিন্ন ,আমার কাছে বৃষ্টি হল ঈশ্বরের কান্না , বজ্রপাত ঈশ্বরের চিৎকার।ঘন কালো মেঘ হল তাঁর ক্রোধের অনল। আর বৃষ্টির কুফল হল ঈশ্বরের ক্ষোভের বহিঃপ্রকাশ। যে বৃষ্টি সুফল নিয়ে আসে তা ঈশ্বরের আনন্দে বাষ্পাভূত আঁখি জলের স্রোত,রংধনুর সাত রঙ ঈশ্বরের বিলাপ শেষে এক চিলতে বাঁকা হাঁসি।
আর বৃষ্টির কুফল হল ঈশ্বরের ক্ষোভের বহিঃপ্রকাশ। যে বৃষ্টি সুফল নিয়ে আসে তা ঈশ্বরের আনন্দে বাষ্পাভূত আঁখি জলের স্রোত,রংধনুর সাত রঙ ঈশ্বরের বিলাপ শেষে এক চিলতে বাঁকা হাঁসি।
একটি "যাযাবর জয়" মতাংশ
FOLLOW ME
জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র নির্দোষ আশাগুলো হতাশার মোড়ক আঁকড়ে বেঁচে থাকে,স্বপ্নগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে হারিয়ে যায় আঁধারের সঙ্গী হয়ে,ভালোলাগা মানুষ গুলো সব বুঝেও তাদের ঘিরে রাখে শক্ত কংক্রিট এর দেয়ালে ,
শত চেষ্ঠাতেও স্পর্শ করা যায় না তাদের নরম আঙুল গুলো,এভাবেই দিন কেটে যায় ,নেমে আসে দীর্ঘ রাত ,নতুন মোড়কে বাঁধানো স্বপ্ন নিয়ে ঘুমোতে যায় ছোট্ট কিশোরী, কর্ম ক্লান্তিতে ঘুমায় নববধু,স্বপ্ন দেখে নতুন জীবনের অজস্র সুখ ও শান্তির,
![KJKJ.jpg] কিন্তু সারা রাত জেগে থাকে পাড়ার নৈশ প্রহরী তাদের পিছু পিছু ঘুরে বেড়ায় বেয়াড়া নেড়ী কুকুরগুলো তারস্বরে চিৎকার করে সারারাত,
FOLLOW ME
আরো জেগে থাকে তোমাদের স্বপ্ন প্রেরক আর জেগে থাকি আমি তোমাদের স্বপ্নের পাহাড়াদার ।নিজের স্বপ্ন নেই বলে খুঁজে বেড়াই অন্যের স্বপ্নের পরম সুখের মুহূর্ত ....................................।
একটি "যাযাবর জয়" স্বপ্নাংশ
STAY SAFE ,HAPPT STEEMITING...