নোকিয়ার কোন মোবাইলটি আপনার জন্য!

in #nokia7 years ago

চলতি বছর বিশ্ব বাজারে নিজেদের বেশ কয়েকটি নতুন মডেলের মোবাইলের সঙ্গে পরিচয় করে দিয়েছে নোকিয়া। এর মধ্যে কয়েকটি মডেল দেশের বাজারে পাওয়া যাচ্ছে আবার কয়েকটি মডেল উন্মোচনের অপেক্ষায় রয়েছে।
নোকিয়ার নতুন এই মোবাইলগুলো কিনতে যেয়ে অনেকে অ্যান্ড্রোয়েড ব্যবহারকারী পড়ে যান গোলক ধাধায়! কারণ অনেকে বেছে নিতে পারেন না কোন মোবাইলটি নিজের জন্য? প্রিয়.কমের পাঠকদের জন্য নোকিয়ার নতুন মোবাইলগুলো সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো-
নোকিয়া ৩- চলতি বছরের ফেব্রুয়ারিতে নকিয়া এই মোবাইলটির উন্মোচন করে। দেশের পাওয়া যাচ্ছে নকিয়ার এই মডেলটি। এর দাম ১৩ হাজার ৫০০ টাকা। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর যা গেম প্রেমীদের আশা পূরণ করতে সক্ষম নয়। এটির ক্যামেরাও নিরাশ করবে যারা ছবি তুলতে ভালোবাসেন। তবে সাশ্রয়ী মূল্যের এই মোবাইলটির মেটাল বডি নজরে লাগার মতো। কম দামে কিছুটা হাই পারফর্মেন্স প্রত্যাশীদের জন্য এই মোবাইলটি।
নোকিয়া ৫- নোকিয়া ৩ এর চেয়ে দাম কিছুটা বেশি এই মোবাইলটির। দেশের বাজারে এর মূল্য ১৭ হাজার ৫০০ টাকা। মোবাইলটি ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৪ গিগাহার্জ অক্টা কোর কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। মোবাইলটিতে ক্যান্ডিক্রাশ জাতীয় গেম ভালো চলে। এ ছাড়া ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে দেবে অনেক শার্পার ছবি। এ ছাড়া গেম খেলা বাদে মোবাইলটি সারাদিন চালু থাকতে সক্ষম।
নোকিয়া ৬- দেশের বাজারে এই মোবাইলটি মূল্য ২২ হাজার ৫০০ টাকা। মোবাইলটির ৫ দশমিক ৫ ইঞ্চি'র এইডডি ডিসপ্লে মুগ্ধ করবে যে কাউকেই। যদি আপনি নেটফ্লিক্সে ভিডিও দেখতে ভালোবাসেন তবে এই মোবাইলটি আপনার জন্য। এ ছাড়া নোকিয়া ৫ এর মতো এই মোবাইলটি ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৪ গিগাহার্জ অক্টা কোর কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। ফলে যেকোনো অ্যাপ চালাতে খুব একটি বেগ পেতে হবে না আপনাকে।
নোকিয়া ৮- যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে নোকিয়ার এই মডেলের মোবাইলটির দাম প্রায় ৬৭৯ ডলার। মোবাইলটির অক্টা কোর কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহারকারীকে দুর্দান্ত গতির পাশাপাশি এর ডুয়াল ক্যামেরাও দেবে সুন্দর ছবি তোলার স্বাদ। মোট কথা হাই পারফর্মেন্স অ্যান্ড্রয়েড প্রত্যাশীদের নিরাশ করবে না এই মোবাইলটি।
নোকিয়া ৩৩১০- নতুন রূপে এসেছে নোকিয়ার এই ফিচার ফোনটি। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে বেশ কয়েকটি দেশে থ্রিজি কানেক্টিভিটিসহ এই মোবাইলটি পাওয়া যাবে। তবে থ্রিজি কানেক্টিভিটি ছাড়া ৩৩১০ এর মডেলটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে সাড়ে ৩ হাজার টাকায়। শুধুমাত্র কথা বলার জন্য মোবাইল ব্যবহার করেন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির নিশ্চয়তা যারা চান তাদের জন্য এই মোবাইলটি। image

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 92730.79
ETH 3342.45
USDT 1.00
SBD 3.76