ইসরাইলিদের মাতৃভূমির পক্ষে সৌদি যুবরাজ!

in #news247 years ago

ইসরাইলিদের মাতৃভূমির পক্ষে সৌদি যুবরাজ!
সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান

সৌদি আরব কখনো ইসরাইল রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। কিন্তু সৌদি যুবরাজের এক বক্তব্যকে ইসরাইল প্রসঙ্গে সৌদি আরবের অবস্থান পরিবর্তন সংক্রান্ত 'খুবই গুরুত্বপূর্ণ' একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান বলেছেন, ইসরাইলি এবং ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীরই নিজস্ব ভূমির পূর্ণ অধিকার আছে।

ইসরাইল রাষ্ট্রের জন্মের পর থেকে তাকে কখনোই সৌদি আরব স্বীকৃতি না দিলেও সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে কিছুটা গোপনেই সম্পর্কের বেশ উন্নতি হয়েছে।

এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, উভয় পক্ষই মধ্যপ্রাচ্যে ইরানকে তাদের বিশাল হুমকি বলে মনে করছে। ফলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তি মোকাবিলার লক্ষ্য নিয়ে ইসরাইলের সাথে সম্পর্ক ভাল করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

এমনকি গেল নভেম্বরে ইসরাইলের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানকে মোকাবেলায় তার দেশ প্রয়োজনে সৌদি আরবের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্যেও প্রস্তুত রয়েছে।

সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসলাম পন্থী সশস্ত্র জঙ্গিদের উত্থানকেও দুই দেশই বর্তমান সময়ের বড় ঝুঁকি বলে মনে করে। ফলে গেল কয়েক মাসে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক বেশ নিবিড়ও হয়ে উঠেছে।

এছাড়া সিরিয়া পরিস্থিতি এবং ইরান এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির ফলেও কিছুটা শঙ্কিত ইসরাইল।

Sort:  

Wow..israil its very important news for our world thank your for share this post..

really this new is very important news our world thank you for comment.

Well done sagor61

thank you saroar brother comment me
same to you well done soroar

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 89130.45
ETH 2202.94
SBD 0.92