বঙ্গবন্ধু-১ বহনকারী মহাকাশযানের পরীক্ষা শুক্রবার

in #news7 years ago

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ বহনকারী মহাকাশযান ফ্যালকন ৯-এর পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত করা হয়েছে।

৪ মে, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ১১টার মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এই পরীক্ষা চালানো হবে।

বিষয়টি নিশ্চিত করে এই প্রকল্পের পরিচালক মোহাম্মদ মেসবাহুজ্জামান প্রিয়.কমকে বলেন, ‘এই পরীক্ষার পর উৎক্ষেপণের তারিখ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।’

বিভিন্ন সময়ে নানা কারণে এই পর্যন্ত পাঁচবার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সময় পিছিয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে এ স্যাটেলাইটের প্রথম উৎক্ষেপণের সময় নির্ধারিত ছিল। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়, এপ্রিলের ৫ তারিখ তৃতীয়, ২৪ এপ্রিল চতুর্থ ও ৭ মে পঞ্চমবারের মতো উৎক্ষেপণের সময় নির্ধারিত ছিল। কিন্তু বারবারই তারিখ পেছানো হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকলেও উৎক্ষেপণের বিষয়টি সম্পূর্ণ আবহাওয়ার ওপর নির্ভরশীল। আর স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ পেছানোর ঘটনা স্বাভাবিক।

২০১৫ সালের মার্চে স্যাটেলাইট প্রকল্পের জন্য একনেক দুই হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকার অনুমোদন দেয়। এর মধ্যে সরকারের এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ এবং বিদেশি অর্থায়ন এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.037
BTC 96709.35
ETH 3340.46
USDT 1.00
SBD 3.16