অনলাইনে শরীর বিক্রির টোপ
‘বাসায় কি একা? ...করতে অস্থির? কলেজ ও ভার্সিটির ছাত্র? স্বামী কাছে নেই অথবা বিদেশে? তুমি কি তোমার শরীরও...চাও? বিশেষ করে মামা, চাচা, ভাগিনা, ভাইস্তে বা ছোট ভাই বা ছেলে বানিয়ে বাসায় এনে করাতে পারেন। যেভাবে চান, সেভাবেই করা যাবে। আর কষ্ট করার দরকার নাই। এখনই যোগাযোগ করেন। আমি আছি আপনাদের জন্য।’
‘কাজের কথা ছাড়া আজাইরা কথা বলে বিরক্ত করলে ডাইরেক্ট ব্লক মারতে বাধ্য হব। রিয়েল সেক্স ফুল নাইট ১৫০০ টাকা, ভিডিও সেক্স ৫০০ টাকা, ফোন সেক্স ৩০০ টাকা, চ্যাট সেক্স ২০০ টাকা।’
উপরের মন্তব্যগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের দুটি অ্যাকাউন্টের পোস্ট থেকে নেওয়া। ফেসবুক ছাড়াও এ ধরনের কিছু ওয়েবসাইট রয়েছে। এগুলোতে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে খদ্দের হতে বলা হচ্ছে।
প্রিয়.কমের অনুসন্ধানে এমনটি বেরিয়ে এসেছে। তবে সুনির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় এই পেজ ও ওয়েবসাইটগুলো কে বা কারা পরিচালনা করছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়নি।