বড় খবর! বাড়ছে শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ, হাজার শূন্যপদ বাড়ল কলেজে কলেজে অধ্যাপক নিয়োগে

in #news2 years ago

New-Project-62-1-16730879613x2.jpg
কলকাতা: রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের শূন্যপদ বাড়ছে। কলেজ সার্ভিস কমিশন, সূত্রের খবর এক হাজারেরও বেশি শূন্য পদে বেড়েছে এখনও পর্যন্ত সহকারী অধ্যাপক নিয়োগে। ৩১ ডিসেম্বর পর্যন্ত যত সংখ্যক অধ্যাপক বিভিন্ন কলেজগুলিতে রাজ্য জুড়ে অবসর নেবেন এবং তার দরুণ যে শূন্যপদ তৈরি হবে সেই তালিকা রাজ্যজুড়ে কলেজগুলিকে পাঠাতে বলেছিল কলেজ সার্ভিস কমিশন।

যদিও সেই তালিকা ৩১ জানুয়ারির মধ্যে পাঠাতে বলেছে কমিশন। তবে এখনও পর্যন্ত যে শূন্যপদের তালিকা এসেছে তাতে দেখা যাচ্ছে প্রায় এক হাজারেরও বেশি শূন্যপদ বেড়েছে সহকারী অধ্যাপক নিয়োগে। তবে সেই শূন্য পদ আরও বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। যেহেতু এখন পর্যাপ্ত সময় রয়েছে কলেজগুলি থেকে তথ্য আসার। ইতিমধ্যেই সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 94003.99
ETH 3310.95
USDT 1.00
SBD 3.12