ঢাকা অ বসবাস যোগ্য শহরে দ্বিতীয় হওয়াতে বেশী কষ্ট পাবেন না !

in #news6 years ago

ঘটনাটা আসলে সে রকম না । কয়েক টা তুলনা দেই, জুন জুলাই তে দোহা , দুবাইতে দিনের বেলা তাপমাত্রা কত থাকে , জানেন ? ডিম পোচ করা লাগে না, ঘরের বাইরে রেখে আসলে হয় । একবার মনট্রিয়েল গিয়েছিলাম , ৭২ ঘন্টা ঘর থেকে বের হয়নি । ঠান্ডা কত প্রকার এবং কি কি , তা সেখান থেকে শিক্ষা গ্রহন করা যাবে । আমার এক বন্ধু থাকে Saskatoon, Canada , -৮ ডিগ্রি তে hood open গাড়ী চালাচ্ছেন , আমাকে বললো ওটা নাকি তাদের সামার। বেংজিং গেছেন ? দম নিতে কষ্ট হয় । বাতাসে নাকি বিষ । Ireland থেকে বোতলে করে বাতাস import করে । মুম্বাই যাইনি , আল্লাহ যেন সেখানে না নেয় । প্রতি দু মাসে একবার ব্রাজিল যাই, South America তে এরা সব চেয়ে সভ্য জাতি । গত দশ বছরে রুম থেকে বের হওয়ার সাহস হয়নি , যদি ভুল করে গুলি করে দেয় । সেখানে প্রায়ই একজনকে গুলি করতে আরেক জনকে গুলি করে দেয় । এবার বাকিদের অবস্থা বুঝেন । Mexico City র অর্ধেকের বেশী গাড়ি bullet proof. কেন ? গুগল করে জেনে নিন। এইবার winter এর ছুটিতে Iceland যাবো ভেবেছিলাম , এক জন মানা করলো , ওখানে নাকি winter এর ছয় মাস রাত !!
বড় শহর যেমন Washington, Melbourne , Texas এ গুলোতে ঘর থেকে বের হতে ভয় হয় অন্য কারনে । মারা গেলে নিজে তো শেষই, নামের কারনে গুষটি সুদদা ঐই জিনিস বানায়ে দেবে, যার নামও নিতেও ভয় লাগে।
কেপটাউনে পানি নাই এক ফোটা , Johannesburg এ আমাদের হোটেলের লবিতে পিস্তল ঠেকিয়ে সব নিয়ে গেছে guest দের কাছ থেকে।

প্যারিস, রোম, ওগুলোর কথা আর নাই বললাম , মানিব্যাগ আর পাসপোর্ট নিয়ে ঘরে ফিরতে পারলে, আলহাদুললিলাহ বলবেন । এ বছরে আমার দু বন্ধুকে complete নেংটো করে ছেড়ে দিয়েছে । শেষে ধার দেনা করে ফেরত এসেছে ।

মোদ্দা কথা , ঢাকা পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য শহর না, অনেক সমস্যা আমাদের , কিন্তু অস্থির হওয়ার মত কোন কারন এখনও ঘটেনি।
দোষ আসলে শহরের না, আপনার আমার। ময়লাটা ফেলেন আপনি, হর্ন দেন আপনি , রাস্তার মাঝখানে গাড়ীতে ওঠেন আপনি, রাস্তার মাঝখানে কোরবানী করেন আপনি, আর দোষ হলো শহরের।

images(25).jpg

Austria প্রবাসী পাগল টা সঠিক বলেছে । বেশী করে মদ খা, তাতে যদি আমাদের মনুষত্ব্য আসে

Sort:  

@naimulislam Nice Article, Carry On

Thanks via ar please upvote koren.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90226.35
ETH 3085.20
USDT 1.00
SBD 2.94