সাফারি পার্কের সৌন্দর্য শামুকখোল

in #news6 years ago

alokmoy bangladesh11.png

সাদা-কালো অর্ধশত পাখি ডানা মেলে উড়ছে। এ ডাল থেকে ও ডালে বসছে। কোনোটি আবার সোজা উড়ে গিয়ে কাছের জলাশয়ে নেমে পড়ছে। পাখিগুলো ‘এশিয়ান ওপেনবিল’ নামে পরিচিত। দেশীয় নাম ‘শামুকখোল’। এশীয় অঞ্চলের এসব পাখি বর্তমানে খুব একটা দেখা যায় না।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় বলা হয়েছে, শামুকখোল মহাবিপদাপন্ন অবস্থায় রয়েছে। প্রকৃতিতে কালেভদ্রে এদের দেখা পাওয়া যায়। তবে এদের সহজে দেখা মেলে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের কোর সাফারির বনবাদাড় ও জলাশয়ে।

গত সোমবার পার্কের কোর সাফারি অঞ্চলের ঘন শালবনের চূড়ায় পাখির কয়েকটি ঝাঁক উড়তে দেখা যায়। পার্কের বিভিন্ন জলাশয়ে মাছ ধরে পাখিগুলো আবার উড়ে গিয়ে গাছের ডগায় বসছে। আধঘণ্টা অবস্থান করে পাখির অন্তত তিনটি ঝাঁক উড়ে যেতে দেখা যায়। এগুলোর পাখা সাদা ও কালো রঙের। পিঠের উপরিভাগে ও লেজের অংশে ধূসর কালো রঙের ছোঁয়া আছে। এদের ঠোঁট অপেক্ষাকৃত বড় আকৃতির। পাখিগুলোর গড় দৈর্ঘ্য ৮১ সেন্টিমিটারের মতো।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর সরোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, সিলেটের হাওর অঞ্চলসহ বিভিন্ন স্থানে একসময় এসব পাখি প্রচুর দেখা যেত। এই পাখিগুলো আশপাশের দেশ থেকে এ দেশে আসে। দেশের কিছু কিছু জায়গায় এখনো এই পাখির সন্ধান মেলে। পার্কের কোর সাফারির ঘন জঙ্গলে গাছের ডালে এরা দল বেঁধে বসে থাকে। প্রায়ই দলবদ্ধ হয়ে জলাশয়ে মাছ ধরতে যায়। তিনি বলেন, এই পাখিগুলো প্রকৃতি থেকে যদিও হারিয়ে যাচ্ছে, তবে কোনো প্রতিষ্ঠানই এদের বিপন্ন বা মহাবিপন্ন তালিকায় স্থান দেয়নি। জুন থেকে ডিসেম্বরের মধ্যে এরা দুই থেকে পাঁচটি পর্যন্ত ডিম দেয়। প্রতিষ্ঠার পর এই প্রথম সাফারি পার্কে মুক্ত জলাশয়ে পাখিগুলোর দেখা মিলছে।

সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মোতালেব হোসেন বলেন, শিল্প এলাকা হলেও গাজীপুরের সাফারি পার্কের কোর সাফারির পরিবেশটা শামুকখোল পাখির জন্য উপযোগী। এ জন্য এরা এখানে এসে আশ্রয় নেয়। পাখিগুলো পার্কের সৌন্দর্য বাড়িয়েছে।

Sort:  

Congratulations @mrashed043! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @steemitboard:
SteemitBoard World Cup Contest - Russia vs Croatia


Participate in the SteemitBoard World Cup Contest!
Collect World Cup badges and win free SBD
Support the Gold Sponsors of the contest: @good-karma and @lukestokes


Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68487.80
ETH 2454.84
USDT 1.00
SBD 2.61