যুক্তফ্রন্ট নির্বাচনে আসবে

in #news6 years ago

আরে ভাই যুক্তফ্রন্ট কি কোন দল হল কয়টা মানুষ ভোট দেবে বা তাদের দলের কতজনকে মানুষ চেনে এটা হচ্ছে একটা ছোট দল দলের কোনো জনসমর্থন নেই যদি আমি দলকে ছোট করছি না আমার উদ্দেশ্য এটা না কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হতে হবে।

তবে ঐক্যফ্রন্ট যে 7 দফা দাবি করেছে তার সবগুলো আমি সমর্থন করি না। দোকান মধ্যে অনেকগুলোই দাবি অযৌক্তিক আমার কাছে যেমন বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়টা এটা আদালতের সিদ্ধান্ত ঠিক এখানে তো সরকারের কিছু করার নেই আদালত যা ডিশিসন দেবে সেটাই হবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 91248.01
ETH 2481.77
USDT 1.00
SBD 0.68