খুলনা ইউনাইটেড ক্লাবে 'গুজরাটি লোক নৃত্য' দেখে এলাম

in #news6 years ago

IMG_20180716_210533.jpg

মোঃ আল মামুন খানঃ ভারতীয় সহকারী হাই কমিশন খুলনা এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিল এর যৌথ উদ্যোগে, খুলনা ইউনাইটেড ক্লাবে আয়োজন করা হলো 'গুজরাটি লোক নৃত্যের'। ১৬ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭টায় খুলনা সিটি কর্পোরেশন ভবন সংলগ্ন নগরীর ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাবে এই সাংষ্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সালাম, ভারতীয় সহকারী হাই কমিশন, খুলনার সহকারী হাই কমিশনার, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।

ভারতের গুজরাট রাজ্য থেকে ১২ সদস্যের একটি সাংষ্কৃতিক প্রতিনিধিদল তাদের মনমুগ্ধকর গুজরাটি লোক নৃত্য প্রদর্শণ করে আগত অতিথি এবং দর্শকদের মুগ্ধ করে। সুন্দর একটি সন্ধ্যায় নগরীর ইউনাইটেড ক্লাব মুখরিত হয়েছিলো ভারতীয় এই সাংষ্কৃতিক দলটির অসাধারণ 'পারফর্ম্যান্সে!'

অনুষ্ঠান টি ভারতীয় সহকারী হাই কমিশনের দূতাবাস প্রধানের সঞ্চালনায় এক অনন্য রুপ পেয়েছে। তিনি তার বক্তব্যে দূতাবাসের পক্ষ থেকে দুই দেশের মধ্যেকার চলমান সম্প্রীতি আরো বেগবান এবং জোরালো করায় এধরণের সাংষ্কৃতিক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই বলে জানান।

আগত অন্যান্য অতিথিদের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনার বক্তব্য রাখেন। তিনিও খুলনা বিভাগের মানুষের জন্য ভারতীয় সহকারী হাই কমিশন খুলনায় স্থাপিত হওয়ায় ভিসা এবং অন্যান্য সংশ্লিষ্ট কাজে হয়রানি অনেক কম হবে উল্লেখ করে এই যুগান্তকারী উদ্যোগ নেয়ায় সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে সাংষ্কৃতিক দলের সদস্যদের সম্মানসূচক পদক প্রদান করা হয়।

প্রসংগত উল্লেখ্য, সমগ্র অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক এবং সাউথ বেংগল এগ্রিকালচার ও কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.040
BTC 94431.56
ETH 3327.43
USDT 1.00
SBD 9.18