lame journalisam
রাস্তায় পানি জমে থাকা অবস্থায় যদি সামনে কাউকে দেখেন ক্যামেরা চোখে দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে তার মানে সামনে শিওর গর্ত আছে
আপনি তখন সাথে সাথে ফ্রিজ হয়ে যাবেন
শুক্রবার হাতিরপুলের মোড়ে এরকম এক বর্বরের সন্ধান পেলাম
আমি ফুটপাত দিয়ে প্যান্ট উঠিয়ে আস্তে আস্তে পা ফেলে হাঁটছি, সামনে দেখি এরকম একজন রিকশার উপরে ক্যামেরা তাক করে বসে আছে
আমি সাথেসাথে হাঁটা থামিয়ে তার দিকে হাত নাড়ালাম
সে আমাকে হাত নাড়িয়ে বলে ‘আগান আগান’
আমি হাত নেড়ে বললাম, “আপনে আগান, আমাকে নিয়ে যান”
সে ক্যামেরা থেকে চোখ সরিয়ে আমাকে দেখে নিলো একবার
আমি আশেপাশের সবাইকে বললাম কেউ এক পাও আগাবেন না... উনি ফাঁদ পেতে বসে আছে আপনি পড়ে যাওয়ার ছবি তুলবে বলে
ভিড়ের মাঝ থেকে জিলাপির প্যাকেট হাতে একজন বলে উঠলো, হুমুন্দির পুতেরে ধরে চুবানো ফরজে কেফায়া... ব্রাদার আপনে আমার জিলাপির প্যাকেটটা ধরেন আমি দৌড়ে যেয়ে তারে কলার ধরে নিয়ে আসি
আমি কোনরূপ উস্কানি না দিয়ে শুধু বিড়বিড় করে বললাম "রোজার মাসে ফরজে কেফায়া আদায়ে ৭০ গুণ বেশী সওয়াব "
আমি তার জিলাপির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছি
হাতিরপুলের মোড়ে এতো অপূর্ব দৃশ্য আমি আগে দেখিনি
ক্যামেরাওয়ালা রিকশা থেকে নেমে ২ পা এলোপাথাড়ি ফেলে ভাগছে... তার পিছে এক সাফারি পরা লোক ইফতারে জিলাপি খাওয়া থেকেও ফরয কাজ একে ধরে পানিতে চুবানো মনে করে দৌড় থামাচ্ছে না
দেখি আজ কে জিতে
'সিটিজেনস জার্নালিজম'?
নাকি 'সিটিজেন'