ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস
এটিএন বাংলা ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলায় প্রতিদিন বিকাল ৫.৪০ মিনিটে প্রচার হবে কোরআন হাদিস তথা ইসলামী জ্ঞান এর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস’। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘ফ্রুটিকা’র উদ্যোগে ২য় বারের মতো শুরু হয়েছে শুদ্ধ ইসলামিক জ্ঞানের এই প্রতিযোগিতা। অডিশনের মাধ্যমে সারা দেশের বিভিন্ন মাদ্রাসার ১০ থেকে ১৬ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চট্টগ্রাম অঞ্চল দিয়ে শুরু হয় প্রতিযোগিতার অডিশন। এরপর ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসের অডিশন কার্যক্রম চলে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে। এতে সারা দেশের বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত ১০-১৬ বছর বয়সী কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। হাম্দ-নাত, কোরআন তেলওয়াত এবং ইসলামিক জ্ঞান এই তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা। বিচারকদের রায়ে অডিশনে উত্তীর্ন প্রতিযোগীদের নিয়ে নির্মিত হয়েছে মুল অনুষ্ঠান।
মূরত তরুণ প্রজন্মকে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস, ইসলামী জীবনবিধান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তোরার পাশাপাশি ইসলামিক গুণাবলীর বিকাশে সহায়তা এবং ইসলামিক জ্ঞানার্জনের চেষ্টাকে উৎসাহিত করতে ফ্রুটিকা’র উদ্যোগে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে ১০ থেকে ১৬ বছরের প্রতিযোগীদের কোরআন তেলাওয়াতের দক্ষতা, স্মৃতিশক্তি, ইসলামিক বিষয় ও ইসলামিক ইতিহাসের জ্ঞান যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত হবে একজন ইসলামিক জিনিয়াস। পুরস্কার হিসেবে বিজয়ীরা পাবে পাঁচ লক্ষ, দু’ লক্ষ এবং এক লক্ষ টাকাসহ স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহেল।