হা হা হা

in #news6 years ago

দুদিন আগে ফেসবুকে একটি ভিডিও দেখেছিলাম। ভিডিওটি ছিল এরকম একজন ডাকাত কি করতে। সে তার পকেট থেকে পিস্তলটা বের করতেই তার হাত থেকে পিস্তলটা পড়ে যায় চলে যায় দোকানদারের কাছে।

তারপর দোকানদারের হাতে পিস্তল দেখে টাকা দৌড়ে পালাতে থাকে তার প্যান্ট খুলে যায় দরজা খুলে এবং তার প্যান্ট পড়ে পালিয়ে যায়। ভিডিওটি দেখার পর বার মনে হয়েছিল এটা হয়তো একটা নাটক।

কিন্তু আজকে নিউযে এই ঘটনার সত্যতা দেখতে পেলাম তবে কোথায় ঘটেছে তা জানা নেই। তবে একটা জিনিস অবাক লাগল আমার কাছে তা হল যাকাতের কোন মুখোশ পরা ছিল না। সে কেনইবা মুখোশ ছাড়া ডাকাতি করতে এলো সিসি ক্যামেরা তে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। সে যে একজন পেশাদার নয় এবং তার হাত থেকে পিস্তল পড়ে যাওয়ার ঘটনায় প্রমাণ করে। হয়তো এটা তার প্রথম অপারেশন অনেকটা নার্ভাস ছিল।

তবে ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে কোন কিছু করার আগে আপনাকে গেলে উল্টো দৌড় খেয়ে আসতে হচ্ছে এটাই স্বাভাবিক।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.037
BTC 91928.11
ETH 3330.64
USDT 1.00
SBD 2.27