রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়ার জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

in #news7 years ago

টেকনাফ উনছিপ্রাংয়ের পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে ছুরা খাতুন (৪৫) নামে এক রোহিঙ্গা নারী খুন হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত ছুরা খাতুন উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আলী জোহারের স্ত্রী। এঘটনায় স্বামীসহ নুর কবির (৩৮) নামে অপর এক জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আলী জোহার এক বছরের বেশি সময় ধরে মিয়ানমার কারাগারে জেল কেটে মাস দেড়েক আগে বাংলাদেশের ক্যাম্পে ফিরেছেন। তিনি ফিরে জানতে পারেন, স্ত্রী ছুরা খাতুন পরকীয়ায় মত্ত। পরকীয়া প্রেমিক হল একই ব্লকের মীর আহামদের ছেলে নূর কবির (২৮)। এই নিয়ে গত মাস দেড়েক ধরে স্থানীয়ভাবে শালিস-বিচার হয়েছে। এক পর্যায়ে গত বুধবার আলী জোহার বাইর থেকে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে চার দিকে হন্য হয়ে খোঁজেন।

এক পর্যায়ে তিনি জানতে পারেন স্ত্রী ছুরা খাতুন পরকীয়া প্রেমিক নূর কবিরের বাড়িতে অবস্থান করছে। সেখানে গিয়ে নূর কবিরের চাচা আবদুর রশিদের বাড়িতে স্ত্রীকে দেখতে পেয়ে কিছু বুঝে উঠার আগে উপুর্যপরি ছুরিকাঘাত করেন স্বামী। এতে ছুরা খাতুন গুরুতর আহত হয়। তাকে একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে অবগত না করে রাতেই দাফনের ব্যবস্থাকালে পুলিশ খবর পায়।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, স্বামীর ছুরিকাঘাতে নিহত ওই নারীর মরদেহ গোপনে দাফন করার খবর পায় পুলিশ। পরে পুলিশ গিয়ে আজ দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। kill4.jpg

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 102613.84
ETH 3220.10
SBD 5.28