কোটা আন্দোলনকারীদের দখলে জবি ক্যাম্পাস

in #news4 months ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েট (জবি) প্রধান ফটকের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। ক্যাম্পাসের কাঁঠাল চত্বরে স্লোগানে স্লোগানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে স্ট্যাম্প ও লাঠি নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। https://rb.gy/3zysa5
1721124095-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসে অবস্থান নেওয়ার পর দলে দলে ক্যাম্পাসে প্রবেশ করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।এ সময় শত শত মেয়ে শিক্ষার্থী হল থেকে বেরিয়ে আসেন।
এর আগে সকাল থেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল জবি শাখা ছাত্রলীগ। নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উদ্দেশ্যে দুপুট ২টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্পাস ছেড়ে চলে যান।

এ সময় ‘আন্দোলনে হামলা কেনো? প্রশাসন জবাব চাই, কোটা না মেধা, মেধা, মেধা,’ ‘দালালী না রাজপথ, রাজপথ, রাজপথ’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।তবে আন্দোলকারী শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় পুরান ঢাকার স্হানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্যাম্পাসের সামনে শোডাউন দিতে দেখা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 74743.81
ETH 2798.46
USDT 1.00
SBD 2.53