ছবিতে কাঠমুন্ডুর ইউএস বাংলার বিমান দুর্ঘটনা...

in #news7 years ago

বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটির উদ্ধার কাজের বেশ কিছু ছবি প্রকাশ করেছে নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।ঢাকা থেকে কাঠমুন্ডু যাওয়া ফ্লাইটটি সোমবার দুপুরে বিধ্বস্ত হয়। এতে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালের সেনাসূত্র। ৭৮ জনকে ধারণে সক্ষম ওই বিমানে ৪ জন ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিলেন। বিমানের ৩২ আরোহী বাংলাদেশি এবং ৩৩ জন নেপালি নাগরিক। ছিলেন একজন চীনা ও একজন মালদ্বীপের নাগরিকও।
3e97bbd515d42cdd330e292fc6536a3c-5aa6a890c5d1c.jpg
ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.039
BTC 106176.88
ETH 3379.29
SBD 4.72