রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০ শিশু

in #news7 years ago

মিয়ানমারের রাখাইন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে গত ৯ মাসে ১৬ হাজার শিশু জন্ম নিয়েছে।

বাড়ি-ঘর থেকে পালিয়ে আসা নির্যাতনের শিকার রোহিঙ্গা মায়েরা ভয়ঙ্কর এক পরিবেশে প্রতিদিন ৬০ জন শিশু জন্ম দিচ্ছেন বলে জানিয়েছেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেইগবেডার।

৯ মাস আগে মিয়ানমারের রাখাইনে ভয়াবহ নির্যাতনের মুখে বাংলাদেশে হাজারো-লাখো রোহিঙ্গা পালিয়ে আসেন। গর্ভবতী নারীদের জন্য এ অবস্থা ছিল ভয়ানক। বিশেষ করে যৌন সহিংসতায় বেঁচে থাকা ব্যক্তিদের জন্য। দেশে বর্তমানে যে পরিমাণ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তার সংখ্যা ভুটানের জনসংখ্যার তুলনায় বেশি। ভুটানে মাত্র ৮ লাখ মানুষের বাস। আর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।

গত বছরের আগস্টে রাখাইনে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। সেখানকার মুসলিম নারীদের ওপর বিভিন্ন রকমের যৌন সহিসতা ও নির্যাতনের ঘটনাও ঘটে।

নির্যাতন ও ও সহিংসতা থেকে বেঁচে যাওয়া নারী ও তরুণীদের জন্য এসব ছিল ভয়াবহ অভিজ্ঞতা। বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে পুরুষদেরর তুলনায় নারীদের অবস্থা আসলেই বেশ খারাপ। এসব নারী ও মেয়ে শিশুদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন। তবে কলঙ্ক এবং অতিরিক্ত নিপীড়নের ঝুঁকির কারণে তারা এগিয়ে আসতে পারে না।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 104633.96
ETH 3338.98
SBD 4.22