News--বাজার কাঁপিয়ে আসতে পারে নোকিয়া টু

in #news7 years ago

৩৩১০কে বাজারে ফিরিয়ে নিয়ে আসার পর থেকে নতুন করে প্রতিযোগিতার বাজারে নেমেছে নোকিয়া। কিছুদিন পরপরই একের পর এক চমক নিয়ে আসছে।

এবার এই সংস্থা বাজারে নিয়ে আসছে শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফোন। এটি নকিয়া টু।

ইতোমধ্যে ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে নকিয়া টু তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসির ছাড়পত্র পেয়েছে। এই ফোনটিতে ফার্স্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হচ্ছে।

ফোনটি বাজারে আসলে এটিই হবে নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন। কেননা, এর আগে নকিয়া ৫, ৬ এবং ৮ এ ব্যবহৃত হয়েছিল ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। কিন্তু এই ফোনে কত মিলিঅ্যাম্পিয়ার ব্যবহার হচ্ছে জানা না গেলেও অনেকটা শক্তিশালী হবে তা সংস্থার তরফ থেকে দাবি করে বলা হচ্ছে।

নোকিয়া টুতে থাকতে পারে ৪.৭ থেকে ৫ ইঞ্চির ডিসপ্লে। এতে ৭২০ পিক্সেলের ডিসপ্লে প্রযুক্তি ব্যবহৃত হবে। ফোনটি কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে এবং এর দামদাম কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।_20170924_134954.JPG

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96490.54
ETH 2632.97
USDT 1.00
SBD 2.33