আমার ব্যবসা প্রতিষ্ঠান। ২১ নভেম্বর ২০২৪

in #newcomer3 months ago

আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_4680.jpeg

আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু মাল এসেছে। এই মালগুলো হচ্ছে লোহা এগুলোকে প্লেট কাটিং লোহা বলা হয়। এই মালগুলোর চাহিদাও একটু বেশি এবং দামও একটু বেশি। চাহিদা ও দাম বেশি হওয়ার কারণ হলো। এই মালগুলো যখন আগুনে গলানো হয় তখন এই মালগুলোর মধ্য থেকে ওয়েস্ট বাদ মাল অনেক কম বের হয়। বাদ কম যাওয়ার কারণে তুলনামূলক লাভ ও বেশি হয়। এজন্য এই মালের চাহিদা এবং দাম দুটোই একটু বেশি।

এই মালগুলো এসেছে জীবননগর থানা থেকে। সেখানে আমার একজন দোকানদার রয়েছে। সে এই মালগুলো সংগ্রহ করে আমার কারখানায় পাঠিয়েছে। আমার লোকজন এই মালগুলো গাড়ি থেকে আনলোড করে নির্দিষ্ট জায়গায় রাখছে। তাদের কাজই এগুলো। সারাদিন যত মাল আসবে সেই মালগুলো সব গাড়ি থেকে আনলোড করে একটি নির্দিষ্ট জায়গায় রাখবে। জীবননগর থানা বাদেও আরো কয়েকটি থানায় আমার এরকম অনেক গুলো দোকান রয়েছে। যারা নিয়মিতই আমাকে মাল দেয় । এভাবেই মাল সংগ্রহ করে এরপর এই মালগুলো বড় ট্রাকে লোড দিয়ে বাংলাদেশের বিভিন্ন রড কারখানায় পাঠানো হয়।

IMG_4679.jpeg

প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67