আমার নিত্যদিনের ব্যবসাহিক কাজকর্ম।
আমার কারখানার পুরো জায়গাটা সিসি ক্যামেরার আওতাভুক্ত করে নিচ্ছি। মিস্ত্রিরা সকাল থেকেই কাজে লেগে পড়েছে। আমার দেখানো জায়গা গুলোতে তারা সিসি ক্যামেরা গুলো লাগাচ্ছে। এছাড়া ও আরো কয়েকটি কাজ বাকি ছিল সেগুলো ও করিয়েছি ।আমার কারখানায় কয়েকটি হ্যালোজেন লাইট লাগিয়েছি।
আমার এখানে সিসি ক্যামেরা ছিল না এজন্য আমাকে অনেক বিরম্বনায় পড়তে হয়েছিল। আশাকরি এখন থেকে আর সেই সকল সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না।। সিসি ক্যামেরাগুলো লাগানোর ফলে আমার কারখানার নিরাপত্তা আরো বেশি দৃঢ় হল।
মিস্ত্রিদেরকে আরো কিছু কাজ দেখিয়ে দিলাম। এরপর আমি আমার ব্যবসায়িক কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ব্যবসায়িক কাজকর্ম করতে করতে দুপুরে লাঞ্চ এর টাইম হয়ে গেল। আমি দুপুরে আর বাসায় যেতে পারিনি। কাজের ব্যস্ততা ও সময়ের জন্য আমি আজকের বাহিরে লাঞ্চ করেছি। লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে আমি ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকের কাজ শেষ করে আমি আবার আমার কারখানায় ফিরে এসেছি। কারখানায় ফিরে এসে ব্যবসাহিক কাজকর্ম শেষ করে সন্ধ্যার পর কারখানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে বাড়িতে পৌঁছে গিয়েছি।