ইতিহাসের পাতায় এই দিন। আজ রোজ বুধবার । ১৮ই ডিসেম্বর ২০২৪
প্রিয় পাঠকগন, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন।
সময় প্রবহমান। কালের ধারায় এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। একটা সময় এই ঘটনাগুলোই ইতিহাসে পরিণত হয়। ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজকে জন্মবার্ষিকী, কেউবা আবার মৃত্যুবরণ করেছেন আজকের এই দিনে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
আজকের তারিখ:
- ৩রা পৌষ, ১৪৩১ বাংলা।
- ১৮ই ডিসেম্বর , ২০২৪ খ্রিষ্টাব্দ।
- ১৬ই জমাদিউস সানি,১৪৪৬ হিজরি।
ঘটনাবলী:
- ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ঢাকায় অস্থায়ী সরকারের অধীনে প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত।
- ১৯৭২ সালে বাংলাদেশে প্রথম সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়।
জন্ম:
- পাকিস্তানি অলরাউন্ডার ক্রিকেটার ইমাদ ওয়াসিম ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন ।
- অস্ট্রেলিয়ান ওপেনিং ব্যাটার উসমান খাজা ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন ।
মৃত্যু:
- বাঙালি দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ১৯৫২ সালের এই দিনে মৃত্যু বরণ করেন ।
- বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে ২০০৪ সালে মৃত্যু বরণ করেন ।
প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia