Better life with steem || The Diary Game || 3 October, 2024 ||
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো এবং সুস্থ আছেন।ভোরবেলা বৃষ্টির শব্দে ঘুমটা ভেঙেছিল। হুমায়ূন আহমেদের বৃষ্টিবিলাস এর মত আমারও একটি টিনের চালের ঘর আছে। বর্তমানে আমার এই ঘরে থাকি। হুমায়ূন আহমেদের ঘরের মতো শুধু চালটাই আছে ঘরের ভিতরে কিছু নাই। আমি খুবই কঠিন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এবং বউ। এত বিলাসবহুল জীবন আমার না।
আজকে সকাল বেলা নাস্তার জন্য রান্না করেছিলাম ভাত, লাল শাক, আর মাছ ভর্তা। আর আমার মেয়ের জন্য রান্না করেছিলাম নুডুলস।
এই নুডুলস টা দেখতে একটু অন্যরকম। কারণ এতে আমি কোনো রকমের পেঁয়াজ, কাঁচা মরিচ এবং আলাদা কোন ধরনের সবজি ব্যবহার করিনি। এখানে আগে আমি নুডুলস গুলোকে প্যাকেটের মধ্যেই হাত দিয়ে চাপ দিয়ে ছোট ছোট করে ভাঙ্গি।তারপর গরম পানিতে নুডুলস গুলো ছেড়ে দে এবং সাথে একটা ডিম দিয়ে দেই। তারপর যখন পুরোপুরি পানিটা শুকিয়ে আসে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নুডুলস টা তুলে ফেলে।
তো সকালে খাওয়া দাওয়া শেষ করার পরে ওকে নিয়ে ঘরে চলে আসে। তখনও বৃষ্টি হচ্ছিল। যার কারনে আজকে বাইরে যাওয়ার মত বা ঘোরার মত কোন চান্স ছিল না।
এরপর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি দুপুরে রান্নার কাজের জন্য চলে যাই। আজকে বড় সিলভার কাপ মাছ ভাজ করি, আর সাথে নারকেল চিংড়ি রান্না করছি।তো আমার রান্না শেষ হতেই আমার বাবু ঘুম থেকে উঠে পড়ে। বৃষ্টির কারণে সারাদিন ঠান্ডা ছিল তাই আজকে আর ওকে গোসল করাইনি।একটু গরম পানি দিয়ে গামছা পিছে হাত মুছে দিয়েছি। আবহাওয়াকে ঠান্ডা থাকলে আমি আমার বাচ্চাকে গোসল করাযই না। কারন এমন আবহাওয়ায় তার খুব সহজেই ঠান্ডা লেগে যায়।
বাবুকে নিয়ে সারাদিন ঘরেই ছিলাম। আমার বাচ্চাটা সারাদিন ঘরে থাকতে থাকতে একটু বোরিং ফিল করতে ছিল। তাই সন্ধ্যার আগে তাকে একটু সাজিয়ে দেই তার চুরি আলতা গলার মালা আর নতুন একটা জামা করিয়ে দেই। এইসব করার পর সে ভালোই অনেক খুশি হয়ে যায় এবং ঘরের ভেতর ছোটা ছুটি করে খেলতে থাকে।
আজকে সারাদিন সে একবারেই ঘুমিয়ে ছিল। তাই সন্ধ্যা লাগতে না লাগতেই সে নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। আর আজকে বাইরে বৃষ্টি থাকায় মনটা একটু ভালো লাগছিল। কানে ইয়ার বাট লাগিয়ে অনেকক্ষণ গান শুনেছি---আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে ,,,
আজ আর লিখছি না। সমাপ্তি করছি। সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার এবং আমার ফ্যামিলি আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।