Better Life with Steem|| The Diary Game|| 2 October 2024|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সকল বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। সকাল পাঁচটার সময় বাইরে হালকা বৃষ্টির জন্য ঘরের ভেতর একটু বেশি ঠান্ডা লাগছিল। আর আমার ফ্যানটাও ছিল যার কারণে ঠান্ডার পরিমাণটা বেশি লাগছিল। তাই ভীষণ থেকে উঠে আগে ফ্যানটা। তারপর নামাজ পড়ে আর শোয়া হয়নি।
উঠে চলে যায় সকালের নাস্তা বানাতে। তো সবার আগে চা বানায়। তারপর আজকে সকালে বৃষ্টির কারণে একটু খিচুড়ি রান্না করি। বৃষ্টির দিনে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো সবাই এই সময় খিচুড়িটা পছন্দ করে। তো আমার ঘরে সবার মধ্যে আমার হাজব্যান্ডই সকালের নাস্তা খিচুড়ি বেশি পছন্দ করে।এবং সেটা গরমের দিন অথবা ঠান্ডা বা বৃষ্টির দিন। ওর সব সময় খিচুড়ি অনেক পছন্দ।
সকালের খাবার শেষ করে ঘরে এসে বিছানা ঠিক করার সময় আমার পায়ের নিচে নরম তুলতুলে কিছু পরে আর আমি খুব ভয় পেয়ে যাই। কাউন্সি জিনিসটা অনেক ঠান্ডা ছিল। আমি প্রথমে ভেবেছিলাম সাপ। কিন্তু না পরে দেখি আমার মেয়ের খেলার পুতুল। কিছুদিন আগে জাহিদুল ইসলাম রাকিব আমার বড় নুনাস এর ছেলে আমার মেয়েকে এটা গিফট করেছিল। অনেক কিউট এবং সফট একটা বেবি ডল।আমি এটা বেশিরভাগ সময় ওয়ারড্রব এর ভিতর তুলে রাখি ।কারণ আমার বেবি এখনো ছোট তার তুলনা এটা বেশ বড়। ওর এটা ক্যারি করতেও প্রবলেম হয়।আবার অনেক সময় নোংরাও করে ফেলতে পারে সেজন্য তাকে পুতুলটা খেলার জন্য দেওয়া হয় না।
সকালের কাজকর্ম শেষ করার পরে দুপুরের একটু আগে আমার ছোট নুনাস তার স্বামী এবং তার ছেলেকে নিয়ে বেড়াতে আসে আমাদের বাড়িতে। তাই আমি আজকে তাদের জন্য কচু শাক, গরুর মাংস, আলু বেগুন দিয়ে পুঁটি মাছের শুটকি রান্না করেছি। আমার নুনাস এবং আমার শাশুড়ি আমাকে রান্নার কাজে সাহায্য করে। এতে বেশ তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি। রান্না শেষ করে আগে আমার মেয়ের জন্য খাবার রেডি করে ঘরে নিয়ে আসি। আর আজকে সকালে খাওয়ার পরে সকাল আর দুপুরের মাঝামাঝি সময়টা সে কিছু খায়নি।এজন্য তার খুব খিদেও পেয়েছিল। কান্নাও করছিল তাই আগে তাকে দুপুরে খাবারটা খাওয়াই। আছে দুপুরে তার খাবারের ছিল ভাত, কচু শাক আর গরুর মাংস।
বিকেলে আমার শ্বশুর বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছিল কিন্তু সেগুলো কাটা হয়নি। আঁকাটা অবস্থাতেই ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ মেহমানদের দুপুরে খাবার-দাবারের পরে আমার একটু হাতে কাজ ছিল। আগে সেগুলো সম্পন্ন করেছি। এরপর সারাদিনের খাটনি আর ক্লান্তির জন্য একটু বিছানায় শুয়ে পড়েছিলাম।
১০ থেকে ১৫ মিনিট শুয়ে থাকার পর আবার উঠে পড়ি। উঠে আমার বাবু সাথে একটু খেলাধুলা করি। এরপর ওকে ওর দাদির কাছে দিয়ে আমি সেই আমার শশুরের আমার মাছগুলো কেটে ফেলি। এদিকে মাছগুলো কাটতে কাটতে মাগরিবের আজান দিয়ে দেয়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে আসি।
প্রায় আটটা নাগাদ বাবুকে ভাত খাইয়ে একটু খেলাধুলা করানোর পরে ঘুম পাড়ায়। তো আজকের মত আর লিখছি না। কাল আবার চলে আসবো আপনাদের সাথে সারাদিনের কাজকর্মের বিবরণ আর মজার মজার সব আড্ডা দিতে। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Your post has been upvoted in the steemexclusive tag. Subscribe our community for any post related to lifestyle.
Take part in the contests going on this week in our community.