৪৭ বছর পর বাংলাদেশ ফিরে পেল এক নতুন স্বাধীনতা।

in #new7 years ago

sadinota.JPG

বাবা,মা তোমারা কেঁদনা যদি

ফিরি আমি হয়ে লাশ!

তোমার ছেলেই গড়ে দিয়ে যাবে

নতুন এক ইতিহাস!!

tip-tap.gif
vppp.jpg
img source

দেশবাসী আপনাদের হয়ত মনে হচ্চে এই কোমল মনের শিশুরা আন্দোলন করছে। একটু ভালো করে ভেবে দেখুন এটা আন্দোলন মনে হবেনা। এরা আপনাদেরকে রাস্তা দেখাচ্চে। আপনাদের কি করা উচিত। আজকে দেশে যা হচ্চে তার জন্য মা, বাবা,ভাই, বোন, আত্নিয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাই এগিয়ে আসুন আমাদের সব অধিকার আদায় করার সময় হয়েছে। ওরা চিৎকার করে এটাই বলছে। আপনারা কি শুনতে পাচ্চেন না।

tp.gif

helo.JPG

tip-tap (2).jpg
e.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96116.90
ETH 2709.89
SBD 0.64