বিমান বন্দরে নতুন ধরনের মাদক আটক

in #new6 years ago

বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০০ কেজি নতুন ধরনের মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার বিকালে এয়ারপোর্টের কার্গো গুদাম এলাকা থেকে এনপিএস’র এই বিশাল চালান জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার এই অভিযানের নেতৃত্ব দেন ।NPS Drug.jpg তিনি বলেন, নতুন মাদক এনপিএস অনেকটা চায়ের পাতার গুঁড়োর মতো দেখতে। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা হয়। সেবনের পর মানবদেহে অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়। এনপিএস ‘খ’ ক্যাটাগরির মাদক। এই মাদক ইয়াবার মতো কাজ করলেও গ্রিন’টির মতো প্যাকেটে আনা হয়। বাংলাদেশে আসার পর নতুন করে প্যাকেট করে আবার বাইরের দেশে চোরাচালান করে পাঠানো হয়। বাংলাদেশে বিক্রির পাশাপাশি পাচারের রুট হিসেবে ব্যবহার করা হয় বলে তথ্য পাওয়া গেছে।
একটি সূত্রে জানা গেছে এনপিএসের চালানটি কয়েক দিন আগে আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে আসে। ইথিওপিয়ার আদ্দিস আবাবার জিয়াদ মোহাম্মাদ ইউসুফ চালানটি এ দেশে পাঠান। বাংলাদেশে নওয়াহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে চালানটি আনা হয়।

Sort:  

দেশে কি হচ্চে এগুলা, আমাদের সবাইকে মাদক কে না বলা উচিত

Salara r thik hoilo na vai.... Deshtare dongso koira ditase...

You got a 38.17% upvote from @emperorofnaps courtesy of @steemestar!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

vai @steemestar valo e to kamaitesen ha ha

You have recieved a free upvote from @saiduzzaman promote add.jpg

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.039
BTC 94966.43
ETH 3391.21
USDT 1.00
SBD 3.32