কিছু মানুষ শুধু অন্য মানুষের দোষ খুজে বেড়ায়,নিজের ভুল বুঝতে পারে না।

in #nature6 years ago

কিছু মানুষ শুধু অন্য মানুষের দোষ খুজে বেড়ায়,নিজের ভুল বুঝতে পারে না।
20180302_161320.jpg
সবসময় নিজেকে বড় ভাবে আর অন্যকে ছোট করে।নিজের চিন্তা - চেতনা কে এত বেশি প্রকট করে যা তার জন্য একটা সময় তার নিজেরই চরিত্র এর প্রকাশ ঘটায়।অবশ্য এটা তার চিন্তা -চেতনার বাইরে। তা না হলে কি আর মানুষের মুখে এক আর অন্তরে আরেক। শুধু মনে করে সমাজ মাধ্যম গুলোতে মুখরোচক কিছু লিখে সেটা পোস্ট করলেই বুঝি মহা পন্ডিত হয়ে গেল।ধিক্কার সেসব মানুষদের যারা অন্যকে নিয়ে কিছু লিখার আগে তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই নেতিবাচক ধারণা পোষণ করে।
এটা আমার জীবন কাহিনী এর সামান্য অংশ যারা আমার সাথে মুখের মিল রেখে আমারই পিঠে ছুরি দিয়ে আঘাত করেছে।একটা কথা মনে রাখবেন আল্লাহ তায়ালা যাকে সম্মান দিবেন দুনিয়ার কারো শক্তি নেই তা অবমাননা করবার

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95733.40
ETH 2694.83
SBD 0.43