ভারতের মুন্নার অন্যতম প্রাকৃতিক সুন্দর্যে ভরা

in #nature2 years ago

সেদিন সকাল বেলা ঘুম ভাঙতেই মনে হলো ছুটির দিন এইভাবে ঘুমিয়ে কাটালে হবে না, তৎক্ষণাৎ আমি আমার এক বন্ধুকে ফোন দেই এবং জিজ্ঞেস করি যে সে কি আজকের দিনে আমার সাথী হতে চায়, আমরা দুজনেই ছিলাম ভ্রমণ প্রেমিক তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম মুন্নারের উদ্দেশ্য, প্রথমে ট্রেন তারপর বাস তারপর অটো অবশেষে পৌঁছে গেলাম জায়গামতো, এই জায়গাটায় কথা এবং ছবি শুধু পড়েছি এবং দেখেছি, কিন্তু আজ নিজের চোখে অনুভব করতে পারলাম, অনাহাসে চোঁখ বন্ধ করে বসে থেকে এই সুন্দর প্রকৃতি কে উপভোগ করা যাবে।
munnar-kerala.jpg
জীবন কে উপভোগ করার একটাই পথ সেটা হলো ভ্রমণ, নিজেকে বিলিয়ে দিতে মন চায় এই প্রকৃতিতে, আপনি কি কখন এমন জায়গায় নিজেকে উপভোগ করতে পেরেছেন, আমার সাথে ভাগ করতে পারেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67