পরিচয় পরব।আমার বাংলা ব্লগ কমিউনিতি.৯ মার্চ ২০২২

in #name3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আশা করি আল্লার রহমতে ও আমার হাবি( দঃ) এর দয়া সবাই আনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।আজকে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু ত্তয আপনাদের সামনে উপ্সথাপ্ন করব।
WhatsApp Image 2022-04-07 at 9.46.11 PM (1).jpeg

                                     চলুন শুরু করা যাক।

আমার নাম জস্না আক্তার ,আমার ইউজার আইডি @jousnaakther ,আমার বাড়ী চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা। আমার বাবা বর্তমানে অবসর এবং মা গ্রহিনি ।আমি ২০১২ সালে bsc এবং ২০১৩ সালে msc সম্পূর্ণ করি।বরতমানে আমি ঢাকা থাকি শ্বশুর বাড়ির সুবাদে।আমার শৈশবের বেশির ভাগ সময় খেটেছে গ্রামের সেই নির্মল পরিবেশে।আমি আমার গ্রামের সেই পুকুর ভ্রা মাছ,গোলা ভ্রা ধান,আর মাঠ ভ্রা ধানের ক্ষেত অনেক ভাল বাসি এবং এখনও অনেক মিস করি।
275009734_1554360834964745_6306424117954876553_n.jpg

জীবনে সবারই কম বেশি চাহিদা আছে বা থাকে, ঠিক তেমনি আমার কিছু চাহিদা আছে, আমি বড় হবো টাকা ইনকাম করবো, বড় তো হলাম টাকা কিভাবে ইনকাম করবো হালাল ভাবে, আরো একটা বিষয়ে বলে রাখি আপনাদের আমি অনলাইনে কাজ করার ইচ্ছা ছোট থেকেই, কিন্তু কিভাবে করে বা আমি কিভাবে করবো তা জানতাম না। আস্তে আস্তে অনলাইনে আসি, এরপর হাজার হাজার মানুষ নতুন নতুন সাইট এর সাথে আমার পরিচয়, এবং ইস্টিমেট এর সম্পর্কে আমি ভালো ধারনা পাই এবং এটা একটা ভালো ও একজন মানুষকে তার সপ্নে পোঁছে দেওয়ার মত এসাইট। বিশ্বাস করি এবং কাজ করি, দেখি কত সফলতা আনতে পারি।
277418672_707267247081156_188158105062245140_n.jpg

আমার বাংলা ব্লগ যখন শুরু করা হয় তখনই আমি এখানে সাবস্ক্রাইব করে কাজ করতে পারিনি হয়তো কিন্তু অংশগ্রহণ করে ছিলাম। আমি এস্টিমেট এর অনেক বিষয় আছে যেগুলো আমি জানতাম না এবং বুঝতাম না আমার সম্পর্কে ধারণা হয়েছে। কিভাবে একটি কোয়ালিটিফুল পোস্ট তৈরি করতে হয় আশা করি আমি শিখে গেছি। ধন্যবাদ জানাই ভাইয়া আপনাদের।
আমার বাংলা ব্লগ একটি অন্যতম ভালো কমিউনিটি এখানে সততার সাথে কাজ করা হয়। মডারেটর এডমিন থেকে শুরু করে সকলে অনেক সহৃদয় এবং অত্যন্ত ভালো মানুষ। এখানে এসে আমি অত্যন্ত ভাল ব্যবহার এবং সকলের সহযোগিতা পেয়েছি আশাকরি ভবিষ্যতে পাবো। এডমিন মডারেটর গ্রুপ কনট্রলের সকলএর প্রতি আমার ভালোবাসা রইলো।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.26
JST 0.040
BTC 94629.60
ETH 3355.13
USDT 1.00
SBD 1.64