You are viewing a single comment's thread from:

RE: 💙 Get to know MySTEEM Project!

in #mysteem2 years ago

প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন। এটা সত্যিই অনেক প্রশংসনীয়।

আপনাদের প্রচেষ্টা যথেষ্ট ভাল ছিল তবে আমি তখন সেই সময় ছিলাম না হয়তোবা এর সম্পর্কে কোন ধারণাই ছিল না। আজ তথ্য সব জায়গায় ছড়িয়ে পড়েছে বিধায় হয়তো আমি জানতে পেরেছি। আপনারা যে প্রযুক্তি পরিচালনা করেছিলেন তা থেকে অনেক মানুষ শিখেছে আর শিখতেছে।

আমি আপনার সেই পোস্টগুলো দেখেছি যেগুলো আপনি ইতিমধ্যে করেছেন অর্থাৎ পাঁচ বৎসর হয়ে গেল এই পোস্টগুলো হয়েছে।

পরিশেষে আবারো ধন্যবাদ জানাই সুন্দর টিউটোরিয়াল গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করা যায় আপনার এই টিউটোরিয়াল গুলো থেকে অনেকেই উপকৃত হয় এবং হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 107096.11
ETH 3331.86
SBD 4.36