আমি ও আমার ঢাকা

in #myself3 years ago (edited)

আমি নোভা। পুরা নাম ফারিয়া আখতার নোভা। ঢাকা সিটি কলেজ থেকে ২০১৬ সালে মার্কেটিং উপর মাস্টার্স সম্পন্ন করেছি। ২০১৮ সাল আমি একটি ছোট ক্যাটারিং ব্যাবসার কাজের সাথে যুক্ত হই যা এখনও বর্তমান আছে । নিজেকে আর পরিচয় করার মত আমার আর কিছু নেই।
ঢাকার মেয়ে আমি। ছোট কাল আমার বেড়ে উঠা হয়েছে আমার এই প্রানের শহরে। অনেকের কাছে এই শহরকে ভালো না লাগলেও আমার কাছে এই শহর হল একটা হ্রদয়ের স্পন্দন। যাকে ছেড়ে এক মুহুতের জন্য থাকা সম্ভম না। হয়ত অনেকেই বলবেন কি আছে এই ব্যস্ত শহরে? আমি বলব কি নেই এই শহরে। প্রতিদিন হাজার হাজার মানুষের জিবীকার একমাত্র স্থান এই শহর। দিনের বেলা সূর্য উঠার সাথে সাথে সবার ব্যস্ততা শুরু হয় আর রাতের বেলা আধার শেষে মানুষের ক্লান্ত হয়ে বায়স্ত শহরকে করে তোলে শান্ত । সকাল আর রাতের সময় গুলো এমন যান্ত্রিক ভাবে কেটে যায় যে বলার মত না।হয়ত এটা খুব ব্যস্ত শহর তারপর আমার কাছে প্রানের শহর। হয়ত এই শহরে উচু উচু ইমারতে জন্য বুঝা যায় না মানুষের মন। হয় না কার সাথে কথা। শোনা যায় না বৃষ্টির আওয়াজ , পাখির কলোতান এমনকি বাতাসের আওয়াজ তবুও কেন যেন এই শহরকে ফেলে ছেড়ে যেতে মন চায় না। যান্ত্রিক জীবন হয়ে গেছে বলে এই শহরে অভ্যস্ত হয়ে গেছি।
124170162_3219987388126812_81939714906723874_n.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96478.31
ETH 2636.75
USDT 1.00
SBD 2.34