প্রবাস জীবন
প্রবাসের জীবনে একটু আরাম আয়েশের জন্য দেশে আসি আমরা যারা প্রবাসী! আমি একবার দেশে আসছি সৌদি এয়ারলাইন্স উরোজাহাজে সিটে বসলাম আমার পাশের সিটে একটা লোক বসে আছে, কেমন কেমন জানি লাগছে, মুখে দারি কাপড়লতাও পরিস্কার না একেবারেই নোংরা প্রকৃতির মুখ গোমরামুখোবসে আছে কোন কথা বলছে না! প্লেন ছারলো কিছুক্ষণ পরে খাবার দিয়েছে সেই খাবার নিয়ে লোকটা কাঁদছে, আমি জানতে চাইলাম কি হয়েছে ভাই আপনার? একথা বলার সাথে সাথে লোকটা আমাকে জরিয়ে ধরে কান্নায় ভেঙে পরলো! আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম ভাই আগে খেয়ে নেন পরে সব শুনবো! খাওয়ার পর্ব শেষ হলো এবার জানতে চাইলাম ভাই কি হয়েছে আপনার?দাদা আমি প্রথম ৮ বৎসর চাকরি করে দেশে গিয়েছিলাম বেশ টাকা উপার্জন করেছি, পরিবারের পছন্দমত বিয়ে করলাম বৌ খুব সুন্দরী পরালেখাও জানে সুন্দর ভাবেই চলছে আমাদের সংসার, মাঝেমধ্যে একটা ফোন আসতো আমার বৌ বাড়ির ছাদে উঠে কথা বলতো, জিজ্ঞেস করলে বলতো আমার মামা ফোন দিয়েছে ইটালি থেকে! সৌদিতে ও ওর এক আত্মীয় আছে চাচাতো ভাই সেও ফোন দেয় আমার সাথে আলাপ হয়! এভাবে আমার ৪ মাস শেষ ছুটির মেয়াদ শেষ চলে আসবো তখন আমার বৌ একটা প্লাস্টিকের বক্স দিয়ে বললো এখানে কিছু শুটকী ও শুকনো খাবার আছে আমার চাচাতো ভাইয়ের জন্য! আমি নিয়ে আসলাম আমাদের দেশের এয়ারপোর্ট কোন সমস্যা হয়নি কিন্তু সৌদিতে এসে সেই বক্স ধরা খেল সেই বক্সের ভেতরে পাওয়া গেল কিছু ইয়াবা ও গাজাঁ পুলিশ আমাকে জেলে ভরে দিলোঅনেক ভাবে ওদেরকে বুঝিয়ে বললাম কোন লাভ হলনা, সাজা হলো ৩ বৎসরের জেলে বসে খবর পেলাম আমার বৌ নাকি কার সাথে পালিয়ে গেছে! আমার প্রায় ২০ লক্ষ টাকা স্বর্ণ গয়না সব নিয়ে পালিয়েছে কথিত সেই মামার সাথে! ও দেশ থেকে একবার আমাকে ফোন করেছিল বলল আমি কি জন্য তোমার কাছে থাকবো আমি আমার জানের কাছে চলে এসেছি, আর তুমি ওখানে বসে বসে হিসাব করো কতো ধানে কতো চাউল! এদিকে আমার সব আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিচ্ছে বাবা ভাই ভাবিরা কেউ আমার নাম শুনতে পারেনা, শুধু আমার বৃদ্ধ মা আমার জন্য কাদে দোয়া করে! এখন আপনি বলেন দাদা আমি কি করবো!????
This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons: