10 Best Songs From SRK Movies.

in #music6 years ago

শাহরুখ খানের যে দশটি গান আমার জীবনে সব থেকে বেশিবার শোনা হয়েছে, সেই দশটি গান নিয়ে এই লেখা।

Best-Top-10-SRK-Shahrukh-Khan-Songs-Movies-Dialogue-DOB-Height-Weight-Net-Worth.jpg

• Meri Mehbooba - Pardes : প্রেমে বুদ হয়ে যাওয়া যায় কীভাবে সেটা বুঝেছি মেরি মেহবুবা গানটা শুনে এবং দেখে। “প্রিয়তমা, তুই ছবি থেকে বের হয়ে এসে একটু সামনে দাড়া।” কি অদ্ভুত কথা। কি অদ্ভুত ভাবে প্রকাশ পেয়েছে প্রেমের ব্যাকুলতা। আর শাহরুখের চাহনি!! ওয়াও। গানটা শুনতে শুনতে কত অসংখ্যবার যে আমি সেটা কপি করার চেষ্টা করেছি তার হিসেব নেই। ১৯৯৭ সালে এই অ্যালবাম সব থেকে টপে ছিলো। গানটা গেয়েছেন, কুমার সানু এবং অলকা। অলকা এটার জন্য ফিল্মফেয়ার পেয়েছেন। গানটা লিখেছেন আনন্দ বাকশি।

• Main koi aisa geet – Yes boss : একবার ঢাকার প্রেস ক্লাবের কাছাকাছি একটা জায়গায়, একটা গাছের নিচে বসে ছিলাম। তখনো পুরোপুরো ভোর হয়নি। চারিদিকে চুপচাপ। কোনো গাড়ি নেই, মানুষ নেই। হাতে চায়ের কাপ নিয়ে, কানে হেডফোন দিয়ে এই গান শুনতে শুনতে ভোর হওয়া দেখেছিলাম। সেটা দারুন এক অনুভূতি ছিলো। অভিজিৎ এর ভয়েস শাহরুখের জন্য পারফেক্ট বলেই আমার মনে হয়। সব থেকে বেশি মানায়। ১৯৯৮ সালে অভিজিৎ এই গানের জন্য ফিল্মফেয়ার পেয়েছে। মোস্ট সুইটেস্ট সং আই হ্যাভ এভার লিসেন।

• Are re are – Dil to pagal hai : প্রথম শীষ বাজানোর চেষ্টা এই গান দিয়ে। জোরে বাজাতে পারতাম না বলে কি যে খারাপ লাগতো, চেষ্টা করেই যেতাম, পরে জোরে বাজানোর চেষ্টা বাদ দিয়ে নিজের মত করে এই গানের সাথে শীষ বাজাতাম। যেমন এখন বাজাচ্ছি। শাহরুখ আর মাধুরীর অভিনীত এই গানটা যে কি পরিণাম প্রিয় সেটা আসলে অল্প কথা লিখে বোঝানো সম্ভব না। এই গানটি গেয়েছেন উদিত নারায়ন এবং লতা মাঙ্গেসকার। এই গান কখনোই পুরোনো হবে না। হবার না। আর শীষ!! ওয়াও!! আমি এখনো এই শীষ শুনে মুগ্ধ হই। এই গান শুনে এবং দেখে আমি প্রথম মাধুরীর উপর ক্রাশ খেয়েছিলাম।

• Tauba Tumhare - Chalte Chalte : ইস, আমার বউ যদি শাহরুখ ফ্যান হতো। তাহলে বাসর রাতে এই গানটা ছাড়তাম। প্রেমে মাতাল হতাম এই গানের সুরে। ঠিক এই গানে শাহরুখ যেমন রানীর সাথে মাতাল হয়েছে প্রেমে। এই গানটিকে বলা যায় অভিজিৎ আর অলকার সব থেকে সুন্দর ডুয়েট। জাভেদ আখতার গানটি লিখেছেন এবং জাতিন-লালিত কম্পোজ করেছেন। অলকা, জাভেদ আখতার এবং জাতিন-লালিত এই গানের জন্য ফিল্মফেয়ার নোমিনেশন পেয়েছেন।

• Suraj Hua Maddham – K3G: এমন মানুষ খুজে পাওয়া হয়তো মুস্কিল হবে যে এই গানটা অপছন্দ করে। সনু আর অলকা ক্যারিয়ারের ওয়ান অফ দ্যা বেষ্ট সং এইটা। এমন একটা রোমান্টিক গান দ্বিতীয়টা কেউ বানাতে পারবে বলে মনে হয় না। ভয়েস জুটি এবং স্ক্রিন জুটি দুইটাই অসাধারণ। এমন অসাধারণ কম্বিনেশন যে ১৭ বছর হয়ে গেছে কিন্তু বিন্দু মাত্র পুরনো হয়নি। সব থেকে দারুন লাগে শেষ অংশ,
Jalta rahe suraj, chand rahe maddham
Yeh khwab hai mushkil, naa mil sakenge hum.

• Sona nehi na sahi – One two ka 4: ২০০১ সালের বেষ্ট গান গুলো এই মুভিতে ছিলো। এই গানটা উদিত নারায়ন এবং অলকা গেয়েছেন। গানটা লিখেছেন মাজরুহ সুলতানপুরি। মুভিতে শাহরুখ আর জুহির কেমিস্ট্রি ছিলো ওয়ান অফ দ্যা কিউটেস্ট। গানের বিটগুলো এখনো আমার কাছে দারুন লাগে। আমিও কাউকে কোনো একদিন এই লাইনটা বলতে চাই, “ফিকার ক্যা হে? তু হে না মেরে লিয়ে।”

• Jiya jale – Dil Se: এ আর রহমানের সাথে লতা মাঙ্গেসকারের এটা প্রথম কাজ এবং প্রীতি জিনতার ক্যারিয়ারের প্রথম মুভির প্রথম গান। কি ভয়ঙ্কর শক্তিশালী কণ্ঠ!! আমি যতবার শুনি ততবার অবাক হই। এই গানটা নেশার মত। আমার মন বিক্ষিপ্ত থাকলে এই গানটা শুনি। মন শান্ত হয়। আমি মাতাল হই এই গানের সুরে। গানটা করা হয়েছে কেরালার সংস্কৃতি এবং ঐতিহ্য ফলো করে। এই গানে মালায়ালাম লিরিক যুক্ত আছে। যে লিরিক বলা যায় এই গানের একটা বিশেষত্ব। এ আর রহমান মানেই অন্য কিছু তার অনেক প্রমাণের মধ্যে এটি একটি।

• Kuch kuch hota hai – KKHT : সেই ছোটবেলায় যখন শাহরুখের ফ্যান হলাম, তখন প্রেমের গান বলতে এই গানটাকেই বুঝতাম। এর পরে আরো অনেক গান এসেছে। কিন্তু এই গান মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। যে কোনো জায়গায় এই গান বাজতে শুনলে দাঁড়িয়ে যেতাম। গান শেষ হতো, তারপর সেখান থেকে যেতাম। আমার এখনো মনে আছে, গান শুনতে শুনতে কতবার যে দুই কাঁধ নেড়েছি হিসেব নেই। স্কুলে থাকতে শীত আসলেই মার্কেটে গিয়ে হলুদ সোয়েটার খুঁজতাম। হাহা। কি সব পাগলামী করেছি, এখন ভাবলে হাসিই পায়। এই গানটা গেয়েছেন উদিত নারায়ণ এবং অলকা। অলকা এই গানে ভয়েস দেওয়ার জন্য পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড।

• Humko hamise chura lo – Mohabbatein : সব থেকে রিফ্রেশিং গান। খুব ক্লান্ত? ধকল গেছে অনেক? এই গান ছেড়ে দেই। মন ফ্রেশ হয়ে যায়। মুগ্ধ হয়ে শুনি লতা মাঙ্গেসকার আর উদিত নারায়ণের এই বিখ্যাত গান। এই গান দেখে মনে হয়েছিলো, সব নায়িকা বাদ, একমাত্র ঐশ্বরিয়ার সাথে শাহরুখকে শতভাগ মানায়। ঐশ্বরিয়া সম্ভবত ইন্ডাস্ট্রিতে এসেছেই শাহরুখের সাথে মোহাব্বাতে করতে এবং বিশেষ করে এই গানটা উপহার দিতে। মোস্ট কিউটেস্ট কাপল ইন বলিউড।

• Kal ho naa ho – kal ho naa ho: সব থেকে বেশিবার শোনা গান এইটা। হ্যাঁ। আমার জীবনে এখনো পর্যন্ত সব থেকে বেশিবার শোনা এই গান। একবার খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়েছে। কানে হেডফোন দিয়ে এই গান ছেড়েছিলাম। নয় ঘন্টা জার্নি শেষে ঢাকা পৌছেছি। ফোনের চার্জ শেষ হয়েছে। গান বন্ধ হয়েছে। আরেকবার, রাতে একটার দিকে ঘুমাবো বলে শুয়েছি। কানে হেডফোন দিয়ে ছেড়ে দিয়েছি এই গান। একদম ভোর বেলা ঘুম ভেঙ্গে যায়, তখনো এই গান বাজছে। আমি জানালার কাছে গিয়ে বসি, মুগ্ধ হয়ে ভোর হওয়া দেখি আর কানে বাজতে থাকে,

• Par sochlo is pal hai jo
Woh dastan kal ho na ho
এই গান শাহরুখ আর সনুর ক্যারিয়ারের বেষ্ট কম্বিনেশন। এই গানের বিট এখনো আমার বুকে গিয়ে বাঁধে। সনু এই গানের জন্য ফিল্মফেয়ার এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড দুইটাই পেয়েছে। মিউজিক কম্পোজ করেছে সঙ্কর-এহসান-লয়, এই গানের জন্য পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড। গানটি লিখেছেন জাভেদ আখতার। কাল হো না হো মুভি দেখেই আমি শাহরুখের ফ্যান হয়েছিলাম। সেই ছোটবেলায় এই গান শুনতে শুনতে অনেকবার চোখে পানি এনেছিলাম। এমনও সময় গেছে এই I
Thank You So much For Reading The Article. Stay Tuned.

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.038
BTC 93576.77
ETH 3422.25
USDT 1.00
SBD 3.78