গান কভারঃ-||💖 “আকাশের হাতে আছে একরাশ নীল”💖||
হ্যালো বন্ধুরা!
আসসালামুয়ালাইকুম/নমস্কার।
২৮ শে কার্তিক - ১৪২৯ বঙ্গাব্দ।
১৩ ই নভেম্বর -২০২২ খ্রিস্টাব্দ।
রোজ- রবিবার।
চলুন তাহলে আমার গান কভার শুনে আসি।
গানের তথ্য সমূহ
সুরকার- গাজী মাজহারুল আনোয়ার।
আমার গান কভার
[গানের লিরিক্স]
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত
আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত
বুকভরা নীরবতা নিয়ে অকারণ
বুকভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
ভেবে তো পাইনি আমি কী হলো আমার
লজ্জাপ্রহরী কেন খোলে নাকো দ্বার
ভেবে তো পাইনি আমি কী হলো আমার
লজ্জাপ্রহরী কেন খোলে নাকো দ্বার
বুঝি না কেমন করে বলবো
খেয়ালে কতই ভেসে চলবো
বুঝি না কেমন করে বলবো
খেয়ালে কতই ভেসে চলবো
বলি বলি করে তবু বলা হলো না
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কীসের এত দ্বন্দ্ব
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
সোর্স

বন্ধুরা আশা করি আমার গানটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের কে কিছুটা হলেও বিনোদন দেওয়ার চেষ্টা করেছি মাত্র।আমার গানটি ভাল লেগে থাকলে মতামত দিয়ে জানাবেন অবশ্যই।তাছাড়া কোন ভুল হয়ে থাকলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।সেই আশা ব্যক্ত করে আমি আজ এখানে সমাপ্তি দিচ্ছি। |
---|
@samhunnahar
ধন্যবাদ সবাইকে
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।
তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

আসলে আপু ঋতু পরিবর্তনের জন্য আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। আসলে সবাই সুস্থ থাকুক এটাই কামনা। আপনি গান শুনতে পছন্দ করেন এবং গান গাইতেও পছন্দ করেন এটা জেনে ভালো লাগলো। আজকের যে গানটা পছন্দ করেছেন এটা আমার ভীষণ ভালো লাগলো। আপনার কন্ঠে গানটা শুনতে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম গানগুলি উপহার দিলে ভালোই লাগবে।
হ্যাঁ আপু ঋতু পরিবর্তনের কারণে আসলে সবাই অসুস্থ হয়ে পড়তেছে।তবে ভালো থাকবেন সাবধানে থাকবেন।
আপু খুবই পুরনো দিনের একটি গান চমৎকারভাবে গেয়েছেন। আপনার গাওয়া গানটি শুনে আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। পুরনো দিনের গানগুলো সত্যিই মন ছুয়ে যায়। খুব সুন্দর একটি গান বাছাই করে, আমাদের মাঝে পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া আমার গানটি শুনে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনি আজকে আমাদের মাঝে খুব চমৎকার একটি গান পরিবেশন করেছেন । আমার আম্মা মাঝে মাঝে গানটি গেয়ে ঘুম পাড়াতো আমাদের। আজকে আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে সত্যি খুব ভালো লাগলো। এত চমৎকার গান পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আন্টি আপনাকে গানটা শুনাইয়ে ঘুম পাড়াতো জেনে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ।
আসলে ভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে যেমন নিজের সৃজনশীলতা প্রকাশ পার ঠিক কাজের আগ্রহ ও বাড়ে।আর গানটা বেশ পরিচিত,খুব সুন্দর গেয়েছেন।তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে টা না দিলে ভালো করতেন।
ওকে ভাইয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না দেওয়ার জন্য চেষ্টা করব
অনেক সুন্দর একটি গান আজ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন। এভাবেই এগিয়ে যান আপু সামনে অনেক বড় কিছু করতে পারবেন। ভালই লাগলো আপনার গানটি শুনে।
খুব ভালো লাগলো আপনার অনুপ্রেরণা মূলক কথা গুলো শুনে।
পুরোটা শুনলাম। এর আগেও আপনার গান শুনেছি। বরাবর ভালোই লেগেছে। তাল, লয় ভালোই ছিলো। আমিও ভীষণ গান প্রেমী। আর এই আবহাওয়াঢয় সাবধানে চলতে হবে দিদি।
ভালো লাগলো আপু আপনার কথা গুলো শুনে। তবে আপনিও সাবধানে থাকবেন।
আপু প্রথমে যেটা বলবো সেটা হল এই গানটা আমার মায়ের খুব প্রিয় একটা গান। আমার মা মাঝে মাঝে গুনগুন করলে এই গানটাই বেশি গুনগুন করে 😊। গানটা যখন শুনছিলাম মায়ের কথা মনে পড়ছিল। বেশ ভালই গেয়েছেন গানটা। এমন করেই আরো চেষ্টা চালিয়ে যাবেন আশা করি। আর এই সিজনে সত্যিই অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। আমি নিজেও দুইবার হলাম। সাবধানে থাকবেন আপনিও। 🙏
ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো। আন্টির জন্য অনেক অনেক দোয়া রইলো।