গান কভারঃ-||💖 “আকাশের হাতে আছে একরাশ নীল”💖||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা!

আসসালামুয়ালাইকুম/নমস্কার।


২৮ শে কার্তিক - ১৪২৯ বঙ্গাব্দ।
১৩ ই নভেম্বর -২০২২ খ্রিস্টাব্দ।
রোজ- রবিবার।

আমার বাংলা ব্লগ এর বাংলা ভাষাভাষী ভারতীয় ও বাংলাদেশী ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।অভিনন্দন সবাইকে আজকের আমার লেখার শুরুতে।আপনারা সবাই কেমন আছেন?আশা করি সকলেই ভাল আছেন।গরমের শেষে এবং শীতের শুরুতেই সবাই অসুস্থ হচ্ছেন শোনা যাচ্ছে।আশা করি সকলের অসুস্থতা অতি শীগ্রই কেটে যেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।আমাদের বাংলাদেশের ছয় ঋতুর দেশ তাই কিছুদিন পর পর ঋতু পরিবর্তনের সাথে সাথে সবাই অসুস্থ হয়ে পড়তেছেন।সবার সুস্থতা কামনা করছি।সামনের দিন তো অনেক মজার দিন যেহেতু শীতকাল চলে এসেই গেছে।

তো বন্ধুরা মূল কথায় চলে আসি।আজকে ভিন্ন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।প্রতিদিন এক ধরনের পোস্ট করতে ভালো লাগেনা।এক ধরনের পোস্ট করতে কেমন জানি লাগে।তাই আজও ভিন্ন একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আপনাদের কাছে অবশ্যই আমি আগে শেয়ার করেছিলাম গান আমার শখের একটি বিষয়।আমার কাছে অনেকটা নেশার মতো হয়ে গেছে গান গাওয়া।যে কোন গান শুনলে সেটা আমার কভার করতে ইচ্ছে করে।

আজ আমি দুপুরের খাবার খেয়ে যখন বিশ্রাম নিচ্ছিলাম।তখন গান শুনতে শুনতে হঠাৎ আমার একটি গান খুব ভালো লেগে যায়।ভাবলাম গানটি কভার করে আপনাদের সাথে শেয়ার করব।সেই ভাবনা থেকেই আমার আজ গানটি গাওয়া।তাই সাথে সাথে গানটি কভার করে নিয়ে, এডিট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়ে গেলাম।গান কভারটি হচ্ছে বাংলা গান কভার। “আকাশের হাতে আছে একরাশ নীল” গানটি আমি কভার করেছি।

চলুন তাহলে আমার গান কভার শুনে আসি।

গানের তথ্য সমূহ

গানঃ-“আকাশের হাতে আছে একরাশ নীল”।
সুরকার- গাজী মাজহারুল আনোয়ার।

আমার গান কভার


[গানের লিরিক্স]


আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ

আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত
আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত
বুকভরা নীরবতা নিয়ে অকারণ
বুকভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ

ভেবে তো পাইনি আমি কী হলো আমার
লজ্জাপ্রহরী কেন খোলে নাকো দ্বার
ভেবে তো পাইনি আমি কী হলো আমার
লজ্জাপ্রহরী কেন খোলে নাকো দ্বার

বুঝি না কেমন করে বলবো
খেয়ালে কতই ভেসে চলবো
বুঝি না কেমন করে বলবো
খেয়ালে কতই ভেসে চলবো
বলি বলি করে তবু বলা হলো না
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কীসের এত দ্বন্দ্ব

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdf1DqCg1JFmEM5rEUGj71XE1G1s2zdaLrPmqMiGfAQnnyJs6RnCcTBgQMtvnidXKm8wAaRHQHRe7SxwsFhc934yXi52HAPAtv9G1QJPM9qMGWq4dNJy95PMJvrFKjgJPLXTJssozBAEbZT1JoE57gH8t2Ehe7KiDxFc8MFXbGa2mmujUmth3EgaAzn7u4h2.png

সোর্স

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

বন্ধুরা আশা করি আমার গানটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের কে কিছুটা হলেও বিনোদন দেওয়ার চেষ্টা করেছি মাত্র।আমার গানটি ভাল লেগে থাকলে মতামত দিয়ে জানাবেন অবশ্যই।তাছাড়া কোন ভুল হয়ে থাকলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।সেই আশা ব্যক্ত করে আমি আজ এখানে সমাপ্তি দিচ্ছি।

সামশুন নাহার হিরা
@samhunnahar
24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

ধন্যবাদ সবাইকে



3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCxLZNesJTR2pC8aPbATRcvZ8rJ27wVEup9rw2cwQqQBqz4ik1rrNUggHZY9FksFVtWNYBbtdPu3Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGi.png

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।
তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

287864753_400308362032280_8045934577883994743_n.gif

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আসলে আপু ঋতু পরিবর্তনের জন্য আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। আসলে সবাই সুস্থ থাকুক এটাই কামনা। আপনি গান শুনতে পছন্দ করেন এবং গান গাইতেও পছন্দ করেন এটা জেনে ভালো লাগলো। আজকের যে গানটা পছন্দ করেছেন এটা আমার ভীষণ ভালো লাগলো। আপনার কন্ঠে গানটা শুনতে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম গানগুলি উপহার দিলে ভালোই লাগবে।

 2 years ago 

হ্যাঁ আপু ঋতু পরিবর্তনের কারণে আসলে সবাই অসুস্থ হয়ে পড়তেছে।তবে ভালো থাকবেন সাবধানে থাকবেন।

 2 years ago 

আপু খুবই পুরনো দিনের একটি গান চমৎকারভাবে গেয়েছেন। আপনার গাওয়া গানটি শুনে আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। পুরনো দিনের গানগুলো সত্যিই মন ছুয়ে যায়। খুব সুন্দর একটি গান বাছাই করে, আমাদের মাঝে পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার গানটি শুনে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে খুব চমৎকার একটি গান পরিবেশন করেছেন । আমার আম্মা মাঝে মাঝে গানটি গেয়ে ঘুম পাড়াতো আমাদের। আজকে আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে সত্যি খুব ভালো লাগলো। এত চমৎকার গান পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আন্টি আপনাকে গানটা শুনাইয়ে ঘুম পাড়াতো জেনে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে যেমন নিজের সৃজনশীলতা প্রকাশ পার ঠিক কাজের আগ্রহ ও বাড়ে।আর গানটা বেশ পরিচিত,খুব সুন্দর গেয়েছেন।তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে টা না দিলে ভালো করতেন।

 2 years ago 

ওকে ভাইয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না দেওয়ার জন্য চেষ্টা করব

 2 years ago 

অনেক সুন্দর একটি গান আজ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন। এভাবেই এগিয়ে যান আপু সামনে অনেক বড় কিছু করতে পারবেন। ভালই লাগলো আপনার গানটি শুনে।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার অনুপ্রেরণা মূলক কথা গুলো শুনে।

 2 years ago 

পুরোটা শুনলাম। এর আগেও আপনার গান শুনেছি। বরাবর ভালোই লেগেছে। তাল, লয় ভালোই ছিলো। আমিও ভীষণ গান প্রেমী। আর এই আবহাওয়াঢয় সাবধানে চলতে হবে দিদি।

 2 years ago 

ভালো লাগলো আপু আপনার কথা গুলো শুনে। তবে আপনিও সাবধানে থাকবেন।

 2 years ago 

আপু প্রথমে যেটা বলবো সেটা হল এই গানটা আমার মায়ের খুব প্রিয় একটা গান। আমার মা মাঝে মাঝে গুনগুন করলে এই গানটাই বেশি গুনগুন করে 😊। গানটা যখন শুনছিলাম মায়ের কথা মনে পড়ছিল। বেশ ভালই গেয়েছেন গানটা। এমন করেই আরো চেষ্টা চালিয়ে যাবেন আশা করি। আর এই সিজনে সত্যিই অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। আমি নিজেও দুইবার হলাম। সাবধানে থাকবেন আপনিও। 🙏

 2 years ago 

ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো। আন্টির জন্য অনেক অনেক দোয়া রইলো।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 84230.47
ETH 2080.32
USDT 1.00
SBD 0.63