স্ত্রীর সঙ্গে সামির প্রতারণা, মানতে নারাজ ধোনি

in #ms-dhoni7 years ago (edited)

স্ত্রী হাসিন জাহানের একের পর এক বাউন্সারে যখন বিদ্ধ ভারতীয় পেসার মোহাম্মদ সামি, ঠিক তখনই প্রাক্তন ভারত অধিনায়ককে পাশে পেয়ে গেলেন তিনি। বিপদের দিনে সামির পাশেই দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি।

ms dhoni.jpg
image source

সামির পাশেই থাকছেন ক্যাপ্টেন কুল। এই ধরনের কাজ শামি করতে পারেন বলে মনে করেন না ক্যাপ্টেন কুল। ধোনি বলেন, ‘সামি খুব ভাল মানুষ, আমি যতদূর ওকে চিনি, ও কখনই স্ত্রীর সঙ্গে প্রতারণা করতে পারে না।’ পাশাপাশি এমএসডি এটাও জানান, ‘এটা সামির ব্যক্তিগত জীবনের ব্যাপার, এটা নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না।’

এর আগে সামির পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান। তবে জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে ধোনিই প্রথম যিনি মোহাম্মদ সামিকে নিয়ে মুখ খুললেন।-জি নিউজ।
post source

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.23
JST 0.033
BTC 96614.68
ETH 2688.90
USDT 1.00
SBD 3.16