ময়না টিয়া পাখির গল্প
একটি বাড়িতে থাকতো একটি মেয়ে তার নাম ছিল ঋতু। মেয়েটা খুব সুন্দর দুইটি পাখি পালন করত। পাখি গুলো খুব ছোটবেলায় মেয়েটির স্কুলে যাওয়ার সময় রাস্তার উপরে পড়েছিল। যত্ন করে পাখিগুলোকে বাড়িতে এনে অনেক কষ্ট করে পালন করত। তাকে যখন স্কুলে যাওয়ার সময় টাকা দেওয়া হতো সেই টাকা দিয়ে পাখির জন্য খাবার নিয়ে আসবে। খুব ছোট থাকার কারণে প্রথম অবস্থায় পাখিগুলোকে পালন করতে অনেক কষ্ট হতো। ঋতু স্কুলের টাকা জমিয়ে খুব সুন্দর একটি খাসা কিনেছিল ফাঁকির জন্য। খাঁচাতে দুটি আলাদা আলাদা জায়গা ছিল এবং আলাদা দুটি দরজা ছিল।
আলাদা আলাদা মুখ দিয়ে দুইটি পাখিকে খাবার দিত প্রতিদিন ঋতু। স্কুল থেকে যখন বাড়িতে আসত তখন সারাক্ষণ মেয়েটা পাখিগুলো কি নিয়ে থাকবো। আস্তে আস্তে পাখিগুলো বড় হতে লাগল কয়েকবছর পর পাখি গুলো বড় হয়ে গেল। ঋতু সারাক্ষণ ফাকে দুটোর সাথে কথা বলতো। আস্তে আস্তে একদিন ময়না এবং প্রিয়া দুইটি পাখি কথা বলা শুরু করলো। তা দেখে ঋতু অনেক খুশি হয়ে সবাইকে বলতে লাগলো। এবং কি পাখিগুলোর পতিতার ভালোবাসা আরো অনেকগুণ বেড়ে গেল।
মেয়েটি যখন স্কুলে যেত তখন পাখিগুলো তার সাথে উড়ে উড়ে স্কুলে চলে যেতে। এবং কি স্কুলের বন্ধুদের সাথে যখন থাকতো পাখিগুলো তার সাথে ক্লাসের এক পাশে বসে বসে দুষ্টামি করত। একদিন দুইদিন তিনদিন এমন করে করে স্কুলের সব ছাত্রছাত্রী এবং শিক্ষক পাখিগুলোকে ভালোবাসতে শুরু করলে। মেয়েটির ইস্কুলে কয়েকজন ছাত্র ছাত্রী বাকিগুলোকে চুরি করার চিন্তা করল। মেয়েটির বান্ধবী গুলো খুব দুষ্ট ছিল। তারা একদিন একটি পাখি কে ধরে তাদের বাসায় নিয়ে গেল। তখন ঋতু অনেক কান্নাকাটি করল পাখিটি জন্য।
সারাক্ষণ প্রাকৃতিক জন্য চিন্তায় মগ্ন হয়ে। স্কুলে যখন যেত বাকি ছাত্র-ছাত্রী গুলো এবং শিক্ষক গুলো পাখিটির কথা বারবার জিজ্ঞেস করত। যে কেউ যখন পাখিগুলোর কথা জিজ্ঞেস করত তখন ঋতু আরো বেশি চিন্তা। কোনদিন দেখলে ও বাকি যে একটি পাখি ছিল সেটি ওয়ান নেই। দোস্ত বান্ধবী দুজন এই পাখিটা কেউ চুরি করে নিয়ে গেল। অনেকদিন যাবত বান্ধবী দুষ্ট এরা বাকি দু'জনকে পালন করতে শুরু করলো। কিন্তু পাখিগুলো তাদের কাছে এত বেশি থাকতে পারত না। কয়েক মাস মেয়েগুলো পাখি পালন করল।
অনেকদিন ওর এক মাস পালন করার কারণে একদিন মেয়েগুলো ভাবলেও পাখিগুলোকে এখন যদি শারীরিক তাহলে পার্টিতে আমার সাথে থাকবে। যখন পাখিগুলোকে তাদের বাসা থেকে ছাড়া হল তখন পাখিগুলো উড়ে ঋতুর কাছে চলে আসলো। আর যখন চলে আসলো ঋতু দেখে অনেক খুশি হলো। পাখিগুলো এসে তাদের কে কে চুরি কোরে নিয়ে গেলো তাদের কথা বলে দিলে। এবং স্কুলে যখন গেল সবাই জানতে পারল দুষ্ট বান্ধবীরা তার পাখিগুলো শুরু। তখন মেয়েটি ওদেরকে ক্ষমা করে দিল কিন্তু শিক্ষকরা অনেক রাগ। মেয়েটির কারণে তাদেরকে শিক্ষকরাও এত বেশি কিছু বলল না।