মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কি ভরাডুবি হতে যাচ্ছে?
সদ্য রিলিজ হওয়া সনি পিকচার্সের 'ভেনম' যেমনটা হাইপ তৈরী করে রেখেছিল ভক্তদের মনে, বাস্তবে ততোটা আশানুরুপ হয়নি বলে ধারণা করছেন সমালোচকেরা। আরো এক হপ্তামত পিছে গেলে, 'ডার্ক ফিনিক্সে'র লেট ট্রেলার (যদিও দূর্দান্ত) দর্শকদের মাঝে হাইপ তৈরী করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। আরো এক হপ্তামত যদি পিছে যাই, রিলিজ হয়েছিল 'ক্যাপ্টেন মার্ভেলে'র ট্রেলার। এটা নিয়ে নূতন করে কিছু বলার নেই, সবাই জানে বিতর্ক অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসনের এক্সপ্রেশান(!) নিয়ে। পরপর এতোসব ঘটনা কি মার্ভেলের একচেটিয়া রাজত্বে অশনি সংকেতের লক্ষণ? মার্ভেল কি অবশেষে ফ্লপের পর ফ্লপ দেখে মুখ থুবড়ে পড়বে?
ব্যাবসাসফল সিরিজ 'গার্ডিয়ান্স অফ দ্যা গ্যালাক্সি'র ডিরেক্টর এবং মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কসমিক থিওরির অন্যতম ব্যাখ্যাকার জেমস গান'কে রাজনৈতিক কিছু কারণে বাদ দেয়া কিংবা বছরকে বছর একই সুপারহিরো কন্সেপ্টের ওপর মুভি বানানোটা দর্শকদের বিরক্তি ধরিয়ে দিতে পারে? এছাড়াও 'নিউ মিউটেন্টস' মুভির রিলিজ ডেটের বারংবার পরিবর্তন দর্শকদের আগ্রহে পানি ঢেলে দিতে পারে?
যদি তাই হয় তবে মার্ভেলভক্তদের জন্য এটা হৃদয়বিদারক কিছু হতে যাচ্ছে।
প্রথমে আসা যাক 'ভেনম' প্রসঙ্গে। সনি পিকচার্সেরই করা প্রথম স্পাইডারম্যান টৃলজিতে স্যাম রাইমির ডিরেকশনে ভক্তরা রুপালী পর্দায় স্পাইডারম্যান ভিলেন 'ভেনম'কে দেখতে পায়। এবং প্রথমবারেই যেন সমালোচনা ফিকে করে দেয় স্পাইডারম্যান টৃলজির লাস্ট পার্টকে। সমস্যা হয়েছিল কমিকের 'ভেনম' পেশিবহুল সুপুরুষ আর ভক্তরা দেখেছিলেন একজন রোগপটকা ভেনমকে। আর ডিরেক্টর স্যাম রাইমি 'ভেনম'কে মুভিতে দেখাতে প্রস্তুত ছিলেন না। তাই লাস্ট পার্ট আগের দু'টোর মত অতোটা জনপ্রিয়তা অর্জন করতে পারে না। সেই সনি পিকচার্সই এবার সম্ভবত ভুলের প্রায়শ্চিত্ত করতেই সম্ভবত, ভেনমকে নিয়ে মুভি রিলিজ করে। সনি'র হয়তো সিম্বিয়টদের নিয়ে আলাদা স্টোরি করে মুভি করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছে মাঠে মারা যাবে যদি না 'ভেনম' ব্যাবসাসফল ও জনপ্রিয় হয়। ঠিক যেমনটা হয়েছিল ইউনিভার্সাল পিকচার্স-এর ক্ষেত্রে। টম ক্রুজ অভিনীত 'দ্যা মামি' দিয়ে শুরু করে ড্রাকুলাসহ আরো বিভিন্ন ক্লাসিক্যাল পিশাচদের সোলো মুভি করে একটা অতিপ্রাকৃত টিম আপ 'ডার্ক ইউনিভার্স' করার ইচ্ছে ছিল ইউনিভার্সাল পিকচার্সের। এমনকি 'ডার্ক ইউনিভার্সে'র শ্যুটিংও অনেকদূর এগিয়েছিল। কিন্তু 'দ্যা মামি'কে নিয়ে দর্শকদের নিস্তব্ধতা, সেই কাজ আর অগ্রসর হতে দেয়নি। এখন 'ভেনম' নিয়ে এতোটা সমালোচনা আসার কথা ছিল না। ট্রেলার, মেইন কাস্ট টম হার্ডি- সবইতো ঠিক ছিল তবে সমস্যা কোথায়?
পাঠকরা সম্ভবত স্পাইডারম্যান ও ভেনমের সাপে-নেউলে সম্পর্ক বেশী মিস করেছে। কারণ অভিনয়, প্লট কিংবা ভিএফএক্স কোন কিছুরইতো কমতি ছিল না। এই সমস্যার সমাধানও সম্ভব। কোনভাবে যদি 'ভেনম'কে সনি-ডিজনির চুক্তির মাধ্যমে মূল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ঢোকানো যায় এবং স্পাইডারম্যানের সাথে লিংক করে সিম্বিয়টদের গল্প অগ্রসর করা যায় তবে ফেজ ৪ আরো জমজমাট হবে এটা নিঃসন্দেহে বলা যায়। কাজেই, 'ভেনম' যদি ফ্লপও হয় (যদিও কারণ দেখছি না) তারপরও এই ক্যারেক্টার সামনে অগ্রসর করা সম্ভব। কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, এইই যা।
'ক্যাপ্টেন মার্ভেল' মুভিতে মেইন কাস্ট ব্রি লার্সনের এক্সপ্রেশন না, গোটা ভদ্রমহিলাকে নিয়েই চিন্তায় আছে বহু মার্ভেল ভক্ত। প্রথমেই আসি এক্সপ্রেশনের কথায়। ট্রেলারের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রি'র এক্সপ্রেশনে নাকি কোন পরিবর্তনই নেই। এখানে বলে নেয়া দরকার, যারাই স্টোরিটা যারা একটু হলেও জানেন তারাই বুঝবেন৷ পুরো মুভি জুড়ে 'ক্যাপ্টেন মার্ভেল' একজন স্মৃতিহীন ট্রমাটিক এজেন্টের রোল প্লে করবেন। এখন ট্রমাটিক অবস্থার শর্ট হিসেবে ট্রেলারে দেখানো সিনগুলোতে এখন কেউ যদি আবেগ খুঁজতে যায় তবে কিছু বলার নেই। আমার মনে হয় স্মৃতিচারণার সিনগুলোও বেশ জীবন্ত ছিল। আর আড়াই মিনিটের ট্রেলার আর এক্সপ্রেশন টেস্টের তফাত আছে। আছে না?
এক্সপ্রেশন ছাড়াও খোদ ব্রি'কে নিয়েই যে সমস্যা তার শুরু ওনার অস্কার জেতার পর থেকে। জ্বি হ্যাঁ, অস্কার জেতার পর থেকে। অস্কার জিতে অনুষ্ঠানেই ব্রি পনেরজন যৌন নিপীড়িতাদের জড়িয়ে ধরেছিলেন। এরপর থেকেই তিনি যৌন নিপীড়িতাদের পক্ষে কথা বলতে থাকেন। এমনকি বেন এফ্লেকের অস্ট্রেলিয়ান সাংবাদিকের সাথে অসদ ব্যাবহারেরও জোরালো প্রতিবাদ জানান। এসব করে 'ফেমিনিস্ট' তকমাও জুটিয়ে নেন ব্রি। যদিও যৌন নিপীড়িতাদের পক্ষে কথা বলার সাথে ফেমিনিজমের কি সম্পর্ক তা আমার মোটা মাথায় ঢুকে নাই।
মার্ভেলের পরিকল্পনা অনুযায়ী 'ক্যাপ্টেন মার্ভেল' হতে যাচ্ছে ফেজ-৪'র সেন্ট্রাল চরিত্র। ফেজ-৪ নেতৃত্ব দিতে যাচ্ছেন ব্রি। এখন তার এই 'ফেমিনিস্ট' তকমা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে মার্ভেলের জন্য। একজন ফেমিনিস্টকে ঘিরে দাঁড়া করানো নকশা অনেকেরই পেরেশানির কারণ। তাছাড়া, 'ক্যাপ্টেন মার্ভেল' মুভির এবং এর প্রভাব কিছুটা নয় বরং অনেকটাই পড়বে 'ইনফিনিটি ওয়ার- ২' এ। এ ব্যাপারে বলতে চাই, মার্ভেল এ পর্যন্ত কাস্টজনিত সমস্যা করেনি। ব্রি লার্সনকেও কাস্ট করেছে নির্দিষ্ট কোন কারণে। মার্ভেল এতো প্ল্যান করে, সুক্ষ্ম একটা বিষয়ের জন্য নিজেদের পরিকল্পনা মাঠে মারা যেতে দেবে না। শুধু এটাই বলব, ধৈর্য্য ধরে বসে থাকুন চমৎকার কিছুই পাবেন।
জেমস গান'কে বাদ দেয়ায় অনেকেই ভাবছিলেন 'গার্ডিয়ান্স অফ দ্যা গ্যালাক্সি'র ভবিষ্যতে ব্যাপারে। সম্ভাবনা আছে 'থরঃ র্যাগনারক'-খ্যাত টাইকা ওয়েইটিটির হাতে যাওয়ার। যদিও এখনো কিছুই নিশ্চিত করা হয়নি।
'ডার্ক ফিনিক্স' এবং 'নিউ মিউটেন্টস' নিয়ে হাইপ কমার কারণ মুভি রিলিজ ডেট ও ট্রেলার রিলিজ ডেট বারংবার বদলানো। তবু এক্স-ম্যান যেহেতু একটি ব্যাবসাসফল ফ্র্যাঞ্চাইজি ছিল, তাই ধারণা করা যায় এগুলো কম ব্যাবসা করলেও মাঠে মারা যাবে না। আর এগুলোর চেয়েও দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে ফক্স-ডিজনীর ক্রসে। নিঃসন্দেহে অসাধারণ কিছু আসতে যাচ্ছে।
এবার আসি, পরপর সুপারহিরো মুভি বানানোটা দর্শকদের বিরক্তির কারণ হতে পারে কীনা। একটা বিষয় হচ্ছে, সুপারহিরো মুভির কিছু সিলেক্টেড দর্শক সবসময়ই ছিল। এবং এরা যতদিন আছে সুপারহিরো মুভি বানানোতে কোন সমস্যা নেই। তবে মার্ভেলের সুপারহিরো থিমের বাইরে গিয়ে বলার মত অনেক স্টোরিই পড়ে আছে৷ ড্যামেজ কন্ট্রোল, ডার্ক এভেঞ্জার্স, ব্ল্যাক অর্ডার কিংবা হ্যাংক পিম, হাওয়ার্ড স্টার্কদের স্টোরি- এসব থিমে ব্লকবাস্টার ফিল্ম হওয়ার সম্ভাবনা আছে। আর মার্ভেলের মেইন মেইন ভিলেন ডরমামু, গ্যালাক্টাস, টাস্কমাস্টার এখনো সিনেমাতে আসেইনি। বিরক্তি লাগবে কিসে!
@sharifit, I gave you a vote!
If you follow me, I will also follow you in return!