একবার না পারিলে দেখো শতবার ,পারিবনা এই কথাটি বলিও না আর.!!

in #motivation6 years ago

এক জ্ঞানী লোক হাতির পাশ দিয়ে যাওয়ার সময় সে অবাক হয়ে খেয়াল করল, হাতিটি এমন একটি রশি দিয়ে বাধা যা কিনা হাতিটর জন্য ছিঁড়ে ফেলা খুবই সহজ ।সে হাতিটির মালিককে খুঁজে বেরকরে এইকথাটি বলল যে,-”কেন এত হালকা রশি দ্বারা হাতিটিকে বাঁধা। হাতিটির মালিক হাসি দিয়ে উত্তর দিল-
“যখন হাতিটির বয়স খুব অল্পছিল, তখন এই রশিটিই এর জন্য যথেষ্ট শক্ত হত ।বাচ্চা বয়সে এতখন অনেক চেষ্টা করার পরও মুক্ত হতে পারেনি ।একসময় সে বিশ্বাস করতে শুরুকরে যে এ রশি থেকে সে মুক্তহতে পারবেনা ।যদিও এখন সেযথেষ্ট শক্তিশালী ।মূলত তার বিশ্বাস তাকে এখানে এই ঠুনকো রশি দ্বারা বেঁধে রেখেছে”।অবশেষে জ্ঞানীলোকটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে–আমরাও অনেক সময় এক-দুইবার কোন কাজে ব্যর্থ হয়ে বিশ্বাস করতে শুরু করি যে–কখনই একাজ করা সম্ভব নয় ।হাত-পা গুটিয়ে বসে থাকি ।ব্যর্থতা মূলত শিক্ষার একটি মাধ্যম ।এটিকে জীবনের ভোগান্তিতে পরিণত করা ঠিক নয়।
একবার না পারিলে দেখো শতবার ,পারিবনা এই কথাটি বলিও না আর ।
47680996_299190004062754_8472499959810228224_n.jpg

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.28
JST 0.042
BTC 104621.15
ETH 3895.38
SBD 3.29