রক্তজবা রক্তজবা পাপড়ি খোলা ঝুমকো জবা হাওয়ায় দোলে ফুলকি আগুন মনকাননে রঙিন ফাগুন রক্তে ভেজা ফুল।প্রজাপতি ত-ধিন তা-ধিন ফুল পাখিরা বনের স্বাধীন রক্তজবা হওয়ায় দোলে বুকের ভেতর তুফান তোলে রঙিন মরে ডাল।রক্তজবা বনের মাথায় বিয়ের কনে সবুজ পাতায় পাপড়ি খোলা হাসি,রক্তজবা বনের ফুল ছাপিয়ে তোলে মনের ফুল রঙের ভেলায় ভাসি।
Thank You💝