প্রিয় জন্মভূমিতে।

in #motherland7 years ago

গনমানুষের সাথে সময় কাটানো দিনদিন নেশার মত হয়ে যাচ্ছে। প্রায়শই মনে হয়, যদি এলাকায় স্থায়ীভাবে থেকে যেতে পারতাম! রুটি-রোজগারের টানে বিরক্তির শহর ঢাকায় বসতি। হৃদয়-মন পড়ে থাকে বগুড়ার এক নিভৃত পল্লীতে।
৭ দিন এলাকায় ছিলাম। স্বপ্নের মত সময় কাটিয়েছি। দুনিয়ার সবকিছু ভুলে ছিলাম। ফেসবুকের উন্মাদনাও ৭ দিন যেন কোথায় উবে গিয়েছিল। কৃষক, শ্রমজীবী মানুষের বুকে বুক মিলিয়ে এক অকৃত্রিম ভালোবাসার ঘ্রাণ পেয়েছি। ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদদের সাথে কথা বলার সময় তাদের চোখের ভাসা বুঝতে পেরেছি। পরিবর্তন প্রত্যাশী মানুষগুলোর চোখের ভাষা পড়েছি। প্রোগ্রামগুলোতে তাদের সাথে কান্নার সাথী হয়েছি।
আমি বারবার ফিরতে চাই খেটে খাওয়া মানুষগুলোর কাছে। প্রিয় জন্মভূমিতে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96517.60
ETH 2650.15
USDT 1.00
SBD 4.98