আজ বিশ্ব জাতীয় মা দিবস।।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১২/০৫/২০২৪) রোজ: রবিবার।
ছবিটিএখান থেকে নেওয়া হয়েছে
💞 শুভ রাত্রি 💞
আজকে আমি আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তা আপনারা আমার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। আসলে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে খুবই ভালোবাসার একজন প্রতিক যে কিনা আমাদের এই ভুবনে আলো দেখিয়েছে। তিনি হচ্ছেন আমাদের ভালোবাসা প্রতীক মা। আজ জাতীয় মা দিবস উপলক্ষে মাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। মায়ের ভালোবাসায় আজ পুরোটা জাতি যেন মুগ্ধ। মায়ের মত ভালবাসা এই ভুবনে আর কেউ দিতে পারে না। মা তার সন্তানকে যতটা আগলে রাখে অন্য কেউ রাখে না। তাই আজ বিশ্বজাতীয় মা দিবস উপলক্ষে সকল মা কে জানাই হাজারো সালাম। মায়ের ভালোবাসায় যেন মুগ্ধ এ পুরোটা পৃথিবী। মায়ের মতো আপন কেউ নেই। একজন মা ই সন্তানের যতো জ্বালা যন্ত্রণা সহ্য করে অন্য কেউ তা কখনোই পারে না।
আমরা মাকে কতটা ভালোবাসি তা হয়তো আমরা অনেকেই মাকে জড়িয়ে ধরে বলতে পারিনা। মায়ের প্রতি ভালোবাসা আমাদের সকলের গভীর হওয়া উচিত। আমার মা এখনো বেঁচে আছে। তাই আমি আমার মায়ের দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহর কাছে চাইছি আমার সফলতা না দেখা পর্যন্ত যেন আমার মা কে আমি না হারাই। মাকে হয়তো কখনো বলা হয়নি যে মা তোমাকে আমি অনেক ভালোবাসি। সকল মা যেমন সন্তানকে ভালোবাসে ঠিক তেমনি প্রত্যেক সন্তানই তার মাকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসে। এই পৃথিবীতে যদি ভালোবাসা আমাকে জোর থেকে থাকে সেটা হচ্ছে মা। এই পৃথিবীতে মায়ের ভালোবাসার তুলনা হয় না।
তুমি হয়তো ভাবছো তোমার মায়ের চেয়ে তোমার প্রতিবেশীরা অনেক ভালোবাসে। কিন্তু বিপদে পড়ে দেখো মায়ের মত কেউ বেশি ভালোবাসে না। তোমার পরিবার পরিজন আত্মীয়-স্বজন সবাই তোমার স্বার্থের জন্য ভালোবাসা দিবে কিন্তু এই জগতে একজনই আছে যে নাকি নিজ স্বার্থ ছাড়াই অনেক ভালোবাসে তার সন্তানকে সেটা হচ্ছে একজন মা। আমি বলি এই পৃথিবীতে যদি কিছু শ্রেষ্ঠ জিনিস থেকে থাকে সেটা হচ্ছে মায়ের ভালোবাসা। কারণ মায়ের ভালোবাসার মধ্যে কোন স্বার্থ নেই। কিন্তু অন্যদিকে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব দেখো তোমার স্বার্থ দেখে ভালবাসে তোমার স্বার্থ ফুরিয়ে গেলে তারা আর তোমার পাশে থাকবে না। কিন্তু মা নামের এই ব্যক্তি সব সময়ই তোমার পাশে থাকবে এবং তুমি বিপদে পড়লেও দেখবে সবার আগে তোমার মা ছুটে চলে এসেছে।
তবে আমি আমার মাকে কতটা ভালোবাসি সেটা হয়তো মাকে জড়িয়ে ধরে বলা হয়নি কিন্তু আমার অনেক স্বপ্ন আছে যেদিন আমি সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ সেইদিন সবার আগে আমি আমার মাকে জানাবো। ঐদিন আমি মাকে জড়িয়ে ধরে বলবো মা আমি তোমাকে ভালোবাসি। তবে মায়ের প্রতি ভালোবাসা খুবই গভীর হয়ে থাকে আমি একটা বিষয় লক্ষ্য করি আমার যখন কোন কিছু হয় হঠাৎ করেই আমার মা আগেই জেনে যায়। এই পৃথিবীতে শ্রেষ্ঠতম ভালোবাসা যদি কিছু থাকে সেটা হচ্ছে মায়ের ভালোবাসা। মা তোমাকে আমি অনেক ভালবাসি। তোমাকে ছাড়া এ ভুবনে আমার হাসি ফোটাতে পারে না কেউ । মা তুমি আমার সাথে থেকো তোমার ভালবাসায় মুগ্ধ হয়ে আমি যেনো সফলতা অর্জন করে তোমাকে সুখবরটা সবার আগে পৌঁছে দিতে পারি।
হাজার বছর বেঁচে থাকুক পৃথিবীর সকল মা প্রতিটি শিশুর অন্তরে। 💝💞💝
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
আজ জাতীয় মা দিবস উপলক্ষে সকল মাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। মা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। মায়ের ঋণ কখনো শোধ করার মত নয়। মা হলো প্রতিটি সন্তানের জন্য বট বৃক্ষ। মা কিছু হওয়ার আগেই জানতে পারেন। মা পাশে থাকলে এবং মায়ের দোয়া সাথে থাকলে প্রতিটি কাজে সফলতা পাওয়া সম্ভব। মাকে নিয়ে সুন্দর একটি পোস্ট উপহার দিলেন, আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।
আজকে যে মা দিবস ছিল এটা কিন্তু আমার মনে ছিল না। তবে আপনার সুন্দর এ ব্লগ দেখে মনে পড়ে গেল। যাইহোক এ বিষয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
হ্যাঁ ভাই আমার মনে ছিল না পরক্ষণে মনে হওয়ার সাথে সাথেই পোস্ট করে দিলাম।
আপনার মাধ্যমে আজকে জানাই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা। সকল মা সুস্থ থাকুক এবং দীর্ঘজীবী হোক সে কামনা করি। পৃথিবীতে মায়ের সমতুল্য কিছু হতে পারে না। যখনই মা পাশে থাকবে তখনই সবকিছু মনে হবে যে ঠিকঠাক আছে। যখন মা এই পৃথিবী থেকে চলে যাবে তখন আর কিছুই আপন থাকবে না। বাস্তবতা সত্যি খুবই ভিন্ন এবং কঠিন ভাইয়া। অনেক ভালো লেগেছে মা দিবস উপলক্ষে আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে পোস্ট শেয়ার করেছেন।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন মা চলে গেলে যেন মনে হয় সবকিছুই চলে গেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ।
পৃথিবীর সকল মা কে "মা দিবসের" অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই একটি দিন মায়ের ভালোবাসার জন্য যথেষ্ট নয়। আমরা যদি সারাজীবন মা কে ভালোবাসি তারপরও সেই ভালোবাসা শেষ হবে না। এই সুন্দর পৃথিবী দেখেছি মায়ের জন্য আর মায়ের ঋণ কখনও শোধ করার নয়। শত চেষ্টা করলেও সেই ঋণ কখনও শোধ করতে পারবো না। এই পৃথিবীতে বিপদে পাশে কেউ না থাকলেও মা কে পাশে পাওয়া যাবে। আমরা হয়তো মা কে কতটা ভালোবাসি তা মুখে বলে প্রকাশ করতে পারি না। কিন্তু অনেক সময় তা প্রকাশ করার চেষ্টা করি। বিশেষ করে এই একটি দিন সবাই চেষ্টা করে তার মা কে শুভেচ্ছা জানানোর। যাই হোক খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু মায়ের প্রতি ভালবাসা সব সময়ের জন্য-ই।
আজকে জাতীয় মা দিবস উপলক্ষে আপনি সুন্দর একটি পোস্ট শেয়ার করছেন। আসলে মায়ের মত কোন জিনিস হয়না।আমরা সবাই জানি মা কত আমাদের ভালোবাসে।তবে আমরা কেউ জড়িয়ে ধরে মাকে বলতে পারি না যে,তোমাকে আমি অনেক ভালো বাসি মা।আমার মা নেই তাই মায়ের জায়গা টা বুঝতে পারি।দোয়া করি আপনার সফলতা অর্জনের আগ মূহুর্ত যেনো আল্লাহ তায়ালা তাকে হায়াত দেন।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার মা নেই বিষয়টা জানতে পেরে আপনাকে যে কিভাবে শান্তনা দিবো তা আমার জানা নেই। তবে আপনার মায়ের জন্য দোয়া রইল। আর সবসময় অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন ভাই।