পৃথিবীর সকল মা কে "মা দিবসের" অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই একটি দিন মায়ের ভালোবাসার জন্য যথেষ্ট নয়। আমরা যদি সারাজীবন মা কে ভালোবাসি তারপরও সেই ভালোবাসা শেষ হবে না। এই সুন্দর পৃথিবী দেখেছি মায়ের জন্য আর মায়ের ঋণ কখনও শোধ করার নয়। শত চেষ্টা করলেও সেই ঋণ কখনও শোধ করতে পারবো না। এই পৃথিবীতে বিপদে পাশে কেউ না থাকলেও মা কে পাশে পাওয়া যাবে। আমরা হয়তো মা কে কতটা ভালোবাসি তা মুখে বলে প্রকাশ করতে পারি না। কিন্তু অনেক সময় তা প্রকাশ করার চেষ্টা করি। বিশেষ করে এই একটি দিন সবাই চেষ্টা করে তার মা কে শুভেচ্ছা জানানোর। যাই হোক খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু মায়ের প্রতি ভালবাসা সব সময়ের জন্য-ই।