Mon Hare Lyrics | Mahtim

in #mon4 years ago

Mon Hare Lyrics by Mahtim Shakib And Dristy Anam:
Mon Hare Song Is Sung by Mahtim Shakib And Dristy Anam. Music Composed by Asheq Manzur And Song Lyrics In Bengali Written by Neel Mahabub. Song Mix And Master by Sharif Sumon.
Mon Hare Lyrics Credits:
Song: Mon Hare
Singer : Mahtim Shakib and Dristy Anam
Lyrics: Neel Mahabub
Tune and Music : Asheq Manzur
Dop : Julfiker Rahaman Rifat
Edit, Color: Rafsaan Chowdhury
Video Direction: Mahtim Shakib
Label: 3p Production
Mon Hare Song Lyrics:
চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো
গল্পেরা কথা মেঘ বৃষ্টি ঝরাতো,
ভুলে ভালে গল্পটা যদি ফুল হত
প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো।

মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দু'চোখ ভেজায়,
মনে পড়ে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়।।

হাতটা ছুঁয়ে হাতের গভীরে
কেউ হেঁটে যায় খুব যতনে,
মেঘের ভেলায় ভাসে রূপকথা
ছুঁতে গেলে হায় কেন শূন্যতা।

চোখে চোখে কল্পনা যদি ঠোঁট ছুতো
ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙ্গাতো।

মনে পড়ে মন হারে মন পুড়ে যায়
আয়নায় গল্পটা স্মৃতিতে হারায়,
মনে আছো মনে থাকো মন ভেসে যে যায়
একটা গোলাপ রোজ আমাকে সাজায়।।

see full Lyrics

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 102149.04
ETH 3145.11
SBD 4.66