অপেক্ষা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20230510-WA0006.jpg

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

অপেক্ষা খুব ছোট্ট একটা শব্দ। আবার এর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। আমরা অনেক কিছুর জন্যই অপেক্ষা করতে পারি। সেটা ভালো কোন চাকরি হোক, ভালোবাসার মানুষ হোক কিংবা আরো অন্যান্য বিষয় হোক। আবার অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু যদি আমার ধৈর্য নিয়ে কোন কিছুর জন্য অপেক্ষা করি অবশ্যই আমরা সেই বিষয়ে সফল হব।

সত্যি বলতে অনেকের মতো আমিও বেশ ধৈর্যহীন ছিলাম। কারো জন্য অপেক্ষা করার কিংবা একটু সময় পার হয়ে গেলে ছটফট করা আমার জন্য একটা অভ্যাস ছিল। তবে এখন অনেকটাই অপেক্ষা করতে কিংবা ধৈর্য ধরতে শিখে গেছি। হয়তো সময় পরিস্থিতি আমাকে এটা শিখিয়েছে। তবে সত্যি বলতে মাঝেমধ্যে এখনো অপেক্ষা করতে বেশ খারাপ লাগে।

এই তো কিছুদিন আগে বাবুর চুল কাটাতে সেলুনে গিয়েছিলাম। কিন্তু আমরা সেলুনে ঢোকার আগে সেলুনের লোক গুলো দুপুরের খাবার খেতে বাইরে চলে যায়। আমরা প্রায়ই দুপুরের পরেই গিয়েছিলাম। কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম প্রায় দু'ঘণ্টা থেকে আড়াই ঘন্টার মত হবে। আমি তো এক পর্যায়ে বলেই ফেললাম যে দুপুরের খাবার খেতে কারো এত সময় লাগে। তখন আপনাদের ভাইয়া আমাকে বলল যে একটু অপেক্ষা করতে শেখো।

কি আর করার কিছুতেই সময় কাটছিলা না। তখন দেখলাম একটা পেপার পড়ে আছে। তো অনেকদিন পেপার পড়া হয় না তাই ভাবলাম যে একটু পেপার পড়ে সময় কাটায়। খুব মনোযোগ দিয়ে পেপার পড়ছিলাম এরই মধ্যে সেলুনে যে ভাইটি চুল কাঁটে সে উনি চলে আসলেন। এবং বললেন যে আসলে আমি খাওয়া-দাওয়া শেষ করে গল্প করছিলাম এজন্য সময় লেগেছে কিছু মনে করবেন না।

সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ রাগই হচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিলাম না। কি আর বলবো দরকার তো আমারই ছিলো।তো এইতো প্রায় দু থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর বাবুর চুল কাঁটতে আরো এক ঘন্টা থেকে দেড় ঘন্টার সময় লেগেছিল। তারপর আমাদের কাজ সম্পন্ন হয়েছিল।

আসলে আমাদের সব সময় যে কোনো কিছুর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়। তবে মাঝেমধ্যে বৃথাও যায়।তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

আপু ঠিক বলেছেন সময় আমাদের সবকিছু শিখিয়ে দেয়। আমিও আপনার মত এখন ধৈর্য ধরতে শিখে গিয়েছি। তবে অপেক্ষা করতে আমার একদমই ভালো লাগেনা। কিন্তু আমরা জানি অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। আপনার বাবার চুল কাটতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়েছেন সত্যি রাগ হওয়ারই কথা। কিন্তু কি করার দরকার তো আমাদেরই তার জন্য চুপ থাকাই ভালো। আমার তো শুনেই খুব রাগ হচ্ছিল। এভাবে অপেক্ষা করাটা সত্যিই খুব কষ্টের। যাই হোক আপনার পোস্ট করে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

জ্বি আপু ভিষন রাগ হচ্ছিলো। ঠিকি বলেছেন আপু কি আর করার। দরকার তো নিজের তাই অপেক্ষা করতেই হতো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অপেক্ষা করাটা আমার কাছে খুবই কষ্টসাধ্য কাজ মনে হয় । আর অপেক্ষা করতে থাকলে সেই সময় যেন ফুরাতে চায় না । এক একটা মুহূর্ত যেন এক এক ঘন্টা মনে হয় । আপনারা তো দীর্ঘ সময় অপেক্ষা করেছেন , অস্থির লাগারই কথা । অবশেষে যে চুল কাটাতে পেরেছেন সেটাই বড় কথা । এখনকার সেলুন গুলোর সব জায়গায় একই অবস্থা । দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ।

 2 years ago 

অপেক্ষা করেছি সেটা বড় কথা না আপু কিন্তু অপেক্ষাটা করতে হয়েছে ছোট্ট একটা ঘরের মধ্যে এটাই অসহ্যকর ছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি যে মনেযোগ দিয়ে পেপার পড়ছেন সেটা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে। অপেক্ষা করাটা আসলেই অনেক কষ্টের। আমরা তো ধৈর্য ধরতেই পারি না এজন্য অল্পতেই অস্থির হয়ে যাই। আর এতটুকু ছেলের চুল কাটাতে গিয়েছেন একটু ধৈর্য ধরতেই হবে। শেষ পর্যন্ত চুল কাটতে পেরেছেন এটাই বড় কথা।

 2 years ago 

জ্বি আপু অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার বাবুর সঙ্গে যুদ্ধ করার পর শেষ পর্যন্ত চুলগুলো কাটতে পেরেছিলাম।

 2 years ago 

অপেক্ষা শব্দটা আমার কাছে সবসময় বিরক্তিকর।অপেক্ষা করতে খুব কষ্ট লাগে। বিশেষ করে মানুষের জন্য । আপনি বাবুর চুল কাটাতে গিয়ে দুই আড়াই ঘণ্টা অপেক্ষা করেছেন, আমি হলে তো চলে আসতাম। যাইহোক অপেক্ষা শেষ করে চুল কাটাতে পেরেছেন তাই অনেক।

 2 years ago 

চলে আসতেই চেয়েছিলাম আপু কিন্তু আপনাদের ভাইয়া ছিল সাথে আসতে দেয়নি। আমি নিজেও অনেক বিরক্ত হয়ে গেছিলাম।

 2 years ago 

আপনি তো দেখছি পেপার পড়তে পড়তে একেবারে পেপারের মাঝেই হারিয়ে গিয়েছিলেন। আপনার ফটোগ্রাফিতে দেখে বুঝতে পারছি বেশ মনোযোগ সহকারে পড়ছিলেন পেপারটি। আসলে যে কোন বিষয় নিয়ে আমাদের ধৈর্য ধরা অনেক ভালো কারণ ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় এটা ঠিক বলেছেন। ধৈর্য ধরে থাকলে আমরা তার ফল শেষে অবশ্যই পাবো। আসলে অপেক্ষা শব্দটা যতটা ছোট এর অর্থ ততটাই বড়। এই বিষয়টা নিয়ে ভালোই লিখেছেন পড়ে ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া ২ থেকে আড়াই ঘন্টা বুঝতে পারছেন কতটা সময় পেপারে তো মন ঢুকে যাবেই। আড়াই ঘন্টা কি অপেক্ষা করা কম কথা। যাই হোক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে অপেক্ষা এমন একটা বিষয় কারো জন্য করতে ভালো লাগে আবার কারো জন্য করতে অনেক বিরক্ত লাগে। অনেক সময় অপেক্ষা করতে ভালো লাগে আবার অনেক সময় করতে ভালো লাগেনা। আসলে সবারই উচিত অপেক্ষা করা শেখা অপেক্ষার এবং ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আপনারা বাবুকে নিয়ে সেলুন দোকানে গিয়েছিলেন চুল কাটার জন্য দুই থেকে দেড় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। আপনি বসে থাকতে থাকতে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং অনেক বিরক্তি বোধ করছিলেন তাই ভাইয়া বলেছিল অপেক্ষা ধরতে শেখার জন্য। আপনি তো দেখছি বেশ মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ছিলেন। যাইহোক বেশ ভালো লাগলো সম্পূর্ণটা।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু মাঝেমধ্যে কারো জন্য অপেক্ষা করতে অনেক ভালো লাগে। আমাদের উচিত ধৈর্য হারা না হয়ে যেকোনো বিষয়ের জন্য অপেক্ষা করা। এতে করে আমাদের কাঙ্ক্ষিত কাজটির খুব ভালো ফলাফল হবে আশা করা যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.031
BTC 79068.20
ETH 1600.56
USDT 1.00
SBD 0.87