আপনি তো দেখছি পেপার পড়তে পড়তে একেবারে পেপারের মাঝেই হারিয়ে গিয়েছিলেন। আপনার ফটোগ্রাফিতে দেখে বুঝতে পারছি বেশ মনোযোগ সহকারে পড়ছিলেন পেপারটি। আসলে যে কোন বিষয় নিয়ে আমাদের ধৈর্য ধরা অনেক ভালো কারণ ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় এটা ঠিক বলেছেন। ধৈর্য ধরে থাকলে আমরা তার ফল শেষে অবশ্যই পাবো। আসলে অপেক্ষা শব্দটা যতটা ছোট এর অর্থ ততটাই বড়। এই বিষয়টা নিয়ে ভালোই লিখেছেন পড়ে ভালো লেগেছে।
ভাইয়া ২ থেকে আড়াই ঘন্টা বুঝতে পারছেন কতটা সময় পেপারে তো মন ঢুকে যাবেই। আড়াই ঘন্টা কি অপেক্ষা করা কম কথা। যাই হোক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।