টুকটাক কেনাকাটার মুহূর্ত

in #moments4 months ago

"হ্যালো",

সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। অনেকদিন থেকে গ্রামে আছি প্রায় এক মাসের মতো হবে। আজ সকালবেলা শাশুড়ি মা ফোন করে বলছিলেন বাবুকে দেখতে ইচ্ছে করছে। তাই আমরাও আর দেরি না করে বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম শহরের বাসার উদ্দেশ্যে। আমার ছোট বোন বলল তার কিছু টুকটাক কেনাকাটা আছে সেও আমাদের সাথে যাবে। বড় বোন আমি ছোট বোনের আবদার তো আর ফেলতে পারি না। যাইহোক আমরা সবাই রেডি হয়ে বিকেল বেলা বেরিয়ে পড়ি।প্রথমে বাসায় গিয়ে বাবু তার দাদীর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে। দুজন দুজনকে পেয়ে অনেক খুশি।

IMG-20240809-WA0005.jpg

যাইহোক এরপর আমরা সেখান থেকে সোজা মার্কেটে যাই। মার্কেটে গিয়ে প্রথমে বাবু এবং বাবুর খালামণির জন্য জুতা কিনেছি। এরপর আমার ছোট বোন বলল তার কিছু কসমেটিক্স লাগবে। এরপর আমরা একটা কসমেটিক্স এর দোকানে যাই।এরপর ওকে প্রয়োজনীয় সব কসমেটিক্স কিনে বাবুর জন্য ডায়াপার নিয়েছি।এরপর ছোট বাচ্চারা সাথে থাকলে যা হয় আর কি। বাবু খেলনা দেখে বায়না ধরেছে খেলনা কিনবে। কি আর করার বাধ্য হয়ে বেশ কয়েকটি খেলনা কিনে দিলাম যদিও এই খেলনাগুলো তার কাছে খুব বেশিদিন টিকবে না। কারণ এগুলো নিয়ে ও পরীক্ষা নিরীক্ষা শুরু করে।

IMG-20240809-WA0007.jpg

IMG-20240809-WA0006.jpg

IMG-20240809-WA0004.jpg

IMG-20240809-WA0003.jpg

কেনাকাটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর আমরা আবারো গ্রামের বাড়িতে চলে আসি। কারণ গ্রামের বাড়িতে আমাদের বাড়ির কাজ চলছে। যাইহোক এই ছিল আমার আজকে কেনাকাটার মুহূর্ত। আশা করছি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33