জিভে জল আনা ভুঁড়ি ভুনা

in #moja2 years ago

maxresdefault-8f0fe053b5277d9263a715f7e4573392.jpg

ঈদে গরু কিংবা খাসির মাংসের বিভিন্ন পদ খাওয়ার পাশাপাশি ভুঁড়ি ভুনা কিংবা ভাজা খাওয়ার জন্যও অপেক্ষায় থাকেন অনেকে। জিভে জল আনা আইটেমটি রান্না করার সহজ উপায় জেনে নিন।

প্যানে ১/৪ কাপ তেল দিন। তেল সামান্য গরম হলে ৩টি তেজপাতা, ৩ টুকরো দারুচিনি, ১৫-২০টি গোলমরিচ, ৫টি এলাচ ও ৬-৭টি এলাচ দিন। নেড়েচেড়ে ভাজুন। গরম মসলা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে আসার পর একটি টমেটো কুচি দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজুন। সামান্য পানি দিয়ে স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিন। আরও দিন ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পাপড়িকা পাউডার, ২ চা চামচ আদা-রসুন বাটা দিন। সময় নিয়ে নেড়ে মসলা কষান। তেল ভেসে উঠলে পরিষ্কার ও টুকরো করে রাখা ২ কাপ ভুঁড়ি দিন। মিডিয়াম আঁচে নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করুন। মাঝে নেড়ে দেবেন। প্রয়োজন মতো গরম পানি দিয়ে ঢেকে দিন ভুঁড়ি সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা ঝোল থাকা অবস্থায় অন্য চুলায় বাগাড়ের প্রিপারেশন তৈরি করুন।

প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভাজুন। কয়েকটি আস্ত শুকনা মরিচ দিন। পেঁয়াজ ও রসুন কুচি বাদামি হয়ে আসলে আধা চা চামচ আস্ত জিরা দিন। বাগার তৈরি হয়ে গেলে ভুঁড়ির হাঁড়িতে ঢেলে ঢেকে দিন। রান্না করুন ঝোল টেনে আসা পর্যন্ত। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83698.37
ETH 2089.33
USDT 1.00
SBD 0.63