আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু শুকনো পাতার কথা।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু শুকনো পাতার কথা।
)
আপনারা সবাই জানেন শুকনো পাতা কি গাছের মধ্যে অনেক ধরনের বাধা ধরে কিন্তু কথাগুলো যখন ধীরে ধীরে শুকিয়ে যায় তখনই তাকে শুকনো কথা বলে।
![IMG-20220103-WA0006.jpg](
শুকনো পাতা যখনই জীবন্ত থাকে তখন একরকম হয়ে যায় এবং যখনই শুকিয়ে যায় তখনই পাতাগুলো দেখতে অন্যরকম হয়ে যায়।
শুকনো পাতার কালারটা অন্যরকম গলার মধ্যে হয়ে যায় কফি কালার তখন পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে।
পাতা দেখতে আমার খুব ভালো লাগে আমার কাছে এরকম গাছের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে মরা গাছের।
আবার অনেকেই বলে শুকনো পাতা কি মরা পাতা আমরা বলি এগুলোকে শুকনো পাতা শুকনো পাতা দেখতে ভালো লাগে।
আমাদের বাড়ির সামনে একটা ছেলে ছেলের কাজটা একদম শুকিয়ে গেছে এরপর ওই গাছটির আমি কয়েকটি ফটোগ্রাফি করলাম।
ওই গাছটি দেখতে আমার কাছে খুবই ভাল লাগল ওই গ্যাসটি ছিল আম গাছে এখনো আম গাছের পাতা শুকিয়ে এরকম হয়ে গেল।
আম গাছের পাতা থাকে মৃতের সবুজ কিন্তু এরপর পাতার কালার হয়ে গেল কফি কালার হয়ে গেছে সব থেকে।
এরপর আমি ঐ পাতাটির কয়েকটি ফটোগ্রাফি করলাম এবং আপনাদের সাথে বার আপনাদের সাথে ভাগ করে নিলাম।
ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আপনারা সবাই জানেন আমি ফটোগ্রাফি করতে ভালবাসি ভালো লাগে আমার কাছে।