অনিচ্ছাকৃত ভুল ।। আরেকটা শিক্ষা নিলাম

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

আমার বাংলা ব্লগে কাজ করছি আজ দুই বছর হলো প্রায়। কিন্তু কখনো নিময় কানুন নিয়ে কোন ভুলের সন্মুখীন হই নি। তবে আজ প্রথম বারের মত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলাম। যেটা সত্যিই আমার জন্য ভীষণ বিব্রতকর ছিল এক কথায়। তবে যে কথাটা না বললেই নয় এই পুরো ব্যাপারটাই ছিল আমার অনিচ্ছাকৃত। কারণ আমি মোটামুটি সব নিয়ম কানুন জানি, তাই জেনে শুনে ভুল করার কোন প্রশ্নই আসে না। তারপরেও ভুল তো ভুলই। যার জন্য আমি সবার কাছেই ক্ষমা প্রার্থী।

cry-1316458_1280.webp

Source

কয়েকদিন আগে আমি একটা গল্প পোস্ট করেছিলাম। যেখানে অবশ্য আমি শুরুতেই লিখেছিলাম যে, এই গল্পের প্লট আমার নয় পুরো টা, আমার পরিচিত এক মানুষের কাছ থেকে নেওয়া এবং শোনা। আমার খুব ভালো লেগেছিল, তাই সেই ভালো লাগা থেকে খুশি হয়ে গল্পটা পোস্ট করেছিলাম। কিন্তু আজ দেখলাম এই লেখাটা ফেসবুকের একটা ব্লগ থেকে কপি করা। সুমন ভাই যখন ব্যাপারটা জানালেন আমি নিজেই শকড এক কথায়। পরে টিকিট কেটে যেটা সত্য কথা কথা সেটাই আমি খুলে বলি। আর সর্বনিম্ন একটা পেনাল্টি পাই।

আমার তো একটু আধটু লেখার অভ্যেস আছে এটা অনেকেই জানেন। তবে খুব বেশি আমি লিখি না। গান আর কবিতা টাই একটু একটু চেষ্টা করি। তো আমার খুব কাছের একজন মানুষ আছেন এমন। আমরা মাঝে মধ্যে এক সাথে বসে নিজেদের লেখা নিয়ে আড্ডা দেই, একে অপরকে শুনিয়ে জিজ্ঞেস করি যে কোথায় কি ভুল হচ্ছে। কয়েকদিন আগে মজা করেই তিনি আমাকে একটা লেখা দেন, আমার ভীষণ ভালো লাগে। আমি জিজ্ঞেসও করি তাকে যে লেখাটা কোথাও থেকে কপি করে নেওয়া নয় তো? যদি সত্যি সত্যি আপনার হয় তাহলে আমি লেখাটা একটা প্ল্যাটফর্মে শেয়ার করব। উত্তরে তিনি হাসি দিয়ে বললেন, তারই লেখা। যা মন চায় কর। তারপর তো আমি পোস্ট করে দেই।

false-2061131_1280.webp

Source

আজ সুমন ভাইয়ের সাথে কথা শেষ করে তাকে যখন ফোন করি, দেখি খিল খিল হাসছে। তারপর আমাকে বলছে ওটা কপি করা লেখা। আমার সাথে তিনি মজা করেছেন। তাহলে কেমন লাগে আপনারই বলুন!!! না পারছি কিছু বলতে, না পারছি সইতে। তারপর আর কি, লেখাটা রিমুভ করে দিলাম।

এই দুই বছরে কখনোই আমি এমন পরিস্থিতির সম্মুখীন হই নি। তবে আজ নিজের কাছেই খুব খারাপ লাগলো ব্যাপারটা নিয়ে। সেই কাছের মানুষটা কেও কিছু বলার নেই। কারণ আমরা অনেক প্রাঙ্ক করি নিজেদের মাঝে। এটাও তারই অংশ। তবে এই পরিবারে তো কিছু নিয়ম-কানুন রয়েছে। সেদিক থেকে আমি দোষী। তাই সবাই আমার এই ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনটাই আশা করি।

Sort:  
 2 years ago 

আসলে ভাইয়া আপনার পরিচিত মানুষের কাছ থেকে শোনা গল্পটাই ছিল ফেসবুকে একটি ব্লগ। যার কারনে আপনি এরকম অনাকাঙ্খিত ভুলের সম্মুখীন হয়েছেন এবং শাস্তি পেয়েছেন। তবে আমাদের এধরনের অপর মানুষের কাছ থেকে শোনা গল্পটি যাচাই-বাছাই করে নেয়া উচিত। তারপরে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করা উচিত। যাহোক ভাইয়া আপনি যে দারুন একটি শিক্ষা গ্রহণ করেছেন এবং বিষয়টা আমাদের মাঝে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার আজকের এই ব্যাপারটা আমি খুব ভালো করে অনুভব করতে পারছি।কারন আমার সাথে ও এমন একটা ঘটনা লেভেল ২ এ হয়েছিল।একটা ছবি নিয়ে।খুব খারাপ লাগলো এমন অনাকাংখিত ঘটনাটি পড়ে। মনের খুব গভীরে গিয়ে কষ্টটা লেগেছিল।

 2 years ago 

আসলে আপু কিছু ব্যাপার এমন ঘটে যায় যার জন্য আমরা একদম প্রস্তুত থাকি না। তাই খুব খারাপ লাগে। আমার জন্য এটা একটা বড় শিক্ষা ছিল।

 2 years ago 

আসলে ভাইয়া মানুষ মাত্রই ভুল। মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক। এখানে তো আপনি তেমন কোন দোষ করেননি নিজের ইচ্ছায়। এটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে। আর আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক বড় ব্যাপার। মন খারাপ করবেন না আশা করছি আগের মত সবকিছুই ঠিক হয়ে যাবে। যেহেতু এরকম ভুল আপনার আগে কখনো হয়নি, তাই আপনার অনেক বেশি খারাপ লেগেছে বিষয়টা। আপনি সুমন ভাইয়াকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেছেন এটাই ভালো করেছেন। আশা করছি তিনি সবকিছু বুঝতে পেরেছেন। ওই মানুষটা আপনাকে মিথ্যা কথা বলেছিল। তিনি বলেছিলেন ওই লেখাটা তিনি নিজে লিখেছেন। যাই হোক এখন আর কিছুই করা যাবে না আপনার পক্ষে উনার বিরুদ্ধে। আশা করছি পরবর্তীতে সব কিছু ভালোভাবে দেখে শুনে কাজ করবেন।

 2 years ago 

অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন সবটা আপু। ভালো লাগলো পড়ে। দোয়া করবেন আমার জন্য। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে মাঝে মাঝে প্রত্যেকটা মানুষেরই ভুল হয় কারণ মানুষ মাত্রই ভুল। আপনি প্রথমবারের মতো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছিলেন। যেহেতু আপনি নিজের ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করেননি, তাই এখন আবারও নিজের ভুল স্বীকার করে সবকিছু করার চেষ্টা করছেন। দুই বছররে কখনোই এরকম ভুল আপনার হয়নি তাই এই ভুলটা হওয়ার কারণে আপনার নিজের কাছেও অনেক বেশি খারাপ লেগেছিল যা বুঝতে পারছি। আশা করছি পরবর্তীতে এরকম ভুল আর আপনার হবে না।

 2 years ago 

আমি বুঝতেই পারি নি ভাই ব্যাপারটা এমন দাড়াবে। নিজেই শকড হয়ে গিয়েছিলাম। দোয়া করবেন ভাই, আর সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

লোকটি আপনার সাথে মজা করে কথাটি বললেও ,আসলেই তার বিষয়টি নিয়ে মজা করা উচিত হয়নি । যার জন্যই আপনি এরকম একটা অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়লেন। গল্পটি আমি পড়েছিলাম আপনার পোস্ট থেকে ,তার আগে অন্য কোথাও পড়িনি। গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে আপনি যেহেতু না জেনেই লোকটিকে বিশ্বাস করে এটি করেছিলেন, তাই এক্ষেত্রে আপনার ভুল নেই। তবুও কমিউনিটির নিয়ম অনুযায়ী, যেহেতু এটা ভুল ছিল, তাই আপনি আপনার ভুলটা শুধরে নিয়েছেন দেখে ,ভালো লাগলো।

 2 years ago 

আসলে আমি একদম চুপ হয়ে গিয়েছিলাম ব্যাপারটা নিয়ে। কারণ এখানে সবাই এত পরিচিত আমার, সবার থেকে এত ভালোবাসা পাই সব সময়, সেখানে নিজের নামটা কেমন ছোট হয়ে গেল। এ জন্যই খারাপ লেগেছে বেশি। তারপর আর কি,, এটাও আমার জার্নির একটা অংশ হিসেবে ধরে নিলাম।

 2 years ago 

একদমই এটাকে নিয়ে মন খারাপ না করে ,এটাকে জার্নির একটা অংশ হিসেবে ধরে নিন।

 2 years ago 

দিনকাল যা পরেছে কোন মানুষকে বিশ্বাস করার উপায় নাই। লোকটি মজা করে নিজের লিখা বলাতে আপনাকে বিপদে পরতে হলো। এজন্য যতটা পারা সম্ভব এই প্লাটফর্মে অন্যের কোন কিছু শেয়ার করার থেকে বিরত থাকা উচিত। আশা করি এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সাবধান হয়ে যাবেন। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

সত্যি বলতে আপু ঐ মানুষটাও এতোটা বুঝতে পারে নি,, আর আমার জন্যও এই শিক্ষাটার দরকার ছিল বোধ হয়। দোয়া করবেন আপু।

এটা আবার কেমন বন্ধু রে ভাই, যে সিরিয়াস ব্যাপার নিয়ে ফাজলামো করে। যেখানে বলছেন যে এটা আপনার প্রফেশন বা কপিরাইট কোন জিনিস এখানে দেওয়া যায় না। সেখানে এটা বুঝে শুনেও শিক্ষিত লোক কেন যে এরকম ফাজলামো করে আমার মাথায় আসেনা। আমরা সকলেই খুব ভালো করে জানি আপনি কত ভালো মানের একজন কনটেন্ট ক্রিয়েটর। সুতরাং সেই দিক থেকে আপনার প্রতি কোন রকম শ্রদ্ধার কমতি থাকবে না। আর এটা যে আপনার অনিচ্ছাকৃত ভুল ছিল সেটা তো পোস্ট পড়েই বুঝতে পারলাম। পরবর্তীতে একটু দেখে নেবেন, কারণ বর্তমান যে যুগ পড়েছে তাতে মানুষকে বিশ্বাস করা বড় কষ্টের ব্যাপার।

 2 years ago 

আসলে ভাই ওনারও দোষ নেই , উনি এতোটা জানতেন না যে এখানে নিয়ম কানুন এত কঠোর ভাবে মেনে চলা হয়। আমরা তো সব সময় মজা করি। অনেক টা সেদিক থেকে না বুঝেই ব্যাপারটা হয়ে গেছে। তবে আমার জন্য পুরো ব্যাপারটা শিক্ষা মূলক ছিল বেশ। আমিও পজিটিভ ভাবেই সবটা নিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছি এখন।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 77462.47
ETH 1485.61
USDT 1.00
SBD 0.64